For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ লাখেরও বেশি কর্মী নিয়োগের পথে এই সংস্থা! কলকাতা সহ ৩৫ শহরে হবে ৮ হাজার পদে নিয়োগ

করোনা পরিস্থিতি খুব খারাপ অবস্থার মধ্যে কর্মসংস্থান। একের পর এক করোনা ঢেউ-এর কারণে একাধিক সংস্থাতে বন্ধ নিয়োগ। এমনকি বহু সংস্থাতে কর্মী ছাঁটাই পর্যন্ত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে বেতন পর্যন্ত কমিয়ে দেওয়া হচ্ছে কর্মীদের।

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি খুব খারাপ অবস্থার মধ্যে কর্মসংস্থান। একের পর এক করোনা ঢেউ-এর কারণে একাধিক সংস্থাতে বন্ধ নিয়োগ। এমনকি বহু সংস্থাতে কর্মী ছাঁটাই পর্যন্ত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে বেতন পর্যন্ত কমিয়ে দেওয়া হচ্ছে কর্মীদের।

এই অবস্থায় চাকরির বাজারে বড়সড় স্বস্তির খবর শোনাচ্ছে Amazon ইন্ডিয়া। অ্যামাজন বিশ্বের অন্যতম বৃহৎ ই-কর্মাস ওয়েবসাইট। গোটা বিশ্বে এই সংস্থার অফিস ছড়িয়ে ছিটিয়ে। এমনকি সেই সমস্ত জায়গাতে জমিয়ে ব্যবসা করছে Amazon।

বিশেষত করোনার কারনে অনেকেই ভিড়ে যেতে ভয় পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে ওই সমস্ত মানুষের কাছে একমাত্র জায়গা জায়গা Amazon। খুব সস্তায় সমস্ত কিছু পেয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এই অবস্থায় প্রয়োজন লোকবল।

আর সেদিকে তাকিয়ে এই বছর অ্যামাজন ৮০০০ পদের জন্যে কর্মী নিয়োগ করবে। যোগ্য প্রার্থীকে সরাসরি বেছে নেওয়া হবে এই পদগুলির জন্যে।

দেশের মোট ৩৫ টি শহরে কর্পোরেট, টেকনোলজি, কাস্টমার সার্ভিস এবং সংস্থার অপারেশনে এই সমস্ত কর্মীদের নিয়োগ করা হবে।

কোন ৩৫ শহরে হবে এই নিয়োগ

কোন ৩৫ শহরে হবে এই নিয়োগ

দেশের মোট ৩৫টি শহরের মধ্যে ব্যাঙ্গালুরু, চেন্নাই, গুরুগ্রাম, মুম্বই, কলকাতা, নয়ডা, অমৃতসর, আহমেদাবাদ, ভোপাল, কোয়েম্বাটুর, জয়পুর, কানপুর, লুধিয়ানা, পুনে, সুরাত, নয়ডার মতো একাধিক জায়গা রয়েছে।

২০ লক্ষ চাকরি দেওয়ার টার্গেট

২০ লক্ষ চাকরি দেওয়ার টার্গেট

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক খবর মোতাবেক, সংস্থা ২০২৫ সালের মধ্যে ব্যাপক ভাবে নিয়োগ করবে। পরোক্ষভাবে ২০ লক্ষ মানুষকে চাকরি দেবে অ্যামাজন। যার মধ্যে ১০ লক্ষেরও বেশি চাকরি শুধু এই ভারতে হবে।

সংস্থার এইচআর দিপ্তি বর্মার বক্তব্য অনুসারে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ করেছে অ্যামাজন। তাঁর মতে করোনার সময় যখন সবার চাকরি চলে যাচ্ছে সেই সময় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ৩ লাখেরও বেশি মানুষকে চাকরি দেওয়া হয়েছে।

Amazon Career Day এর শুরু কবে থেকে

Amazon Career Day এর শুরু কবে থেকে

Amazon Career Day আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেক শুরু হচ্ছে। এটি একটি একেবারে ফ্রি একটি ইভেন্ট। সংস্থার তরফে দেওয়া এক বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ইভেন্ট interactive experience রয়েছে এমন সমস্ত চাকরি প্রার্থীদের জন্যে এই সুযোগ। অভিজ্ঞতা, প্রফেশনাল ফিল্ড কিংবা ব্যাকরাউন্ড যাই থাকুক না কেন Amazon এ কাজ করার ইচ্ছাটাই সবথেকে বড়। আর সেই কারণে এহেন ইভেন্টের আয়োজন করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

জব ফেয়ার ইভেন্টের জন্যে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশনের জন্যে -https://www.amazoncareerday.com/india/home লিঙ্কে ক্লিক করতে হবে।

এরপর Register Now এর উপর ক্লিক করতে হবে। সঙে সঙে একটি ফর্ম খুলে যাবে। সেটি পুরোটা ভরতে হবে।

Amazon Career Day 2021অংশের জন্যে কোনও রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। তবে অ্যামাজনের এইচআর প্রতিনিধিদের সঙে কোচিং সেশনের জন্যে এই রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে।

এই অনুষ্ঠান গ্লোবাল সিনিয়র ভিপি এবং সংশ্লিষ্ট দেশের প্রধান কেরিয়ার কাউন্সিলিং করবেন। সংস্থার সিনিয়র ম্যানেজমেন্ট প্যানেল ডিসকাশন হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Amazon will recruit 8000 from 35 cities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X