For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Agniveer Bharti 2022: অগ্নিবীর হতে তৈরি হয়ে যান? নিয়োগ নিয়ে বড় ঘোষণা

গত কয়েকমাস আগেই অগ্নিবীর প্রকল্প নিয়ে আসে মোদী সরকার। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে দেশ। যদিও সেই বিতর্ক কাটিয়ে অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হওয়ার জন্য আবেদন করা বিহার

  • |
Google Oneindia Bengali News

Agniveer Bharti 2022 : গত কয়েকমাস আগেই অগ্নিবীর প্রকল্প নিয়ে আসে মোদী সরকার। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে দেশ। যদিও সেই বিতর্ক কাটিয়ে অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হওয়ার জন্য আবেদন করা বিহারের যুবকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

ভারতীয় সেনা রিক্রুটমেন্ট সেন্টার দানাপুরে নিয়োগ সংক্রান্ত র‍্যালির তথ্য দেওয়া হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সে রাজ্যের আবেদনকারীদের জন্যে।

শনিবার একটি বৈঠক হয়।

শনিবার একটি বৈঠক হয়।

জানা যাচ্ছে, এই সংক্রান্ত র‍্যালি নিয়ে শনিবার একটি বৈঠক হয়। যেখানে একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। আর সেই বৈঠক শেষে তারিখসহ অন্যান্য বিষয়ে অবহিত কয়রা হয়েছে বিহারের আবেদনকারীদের। জানা যাচ্ছে, ভারতীয় সেনার এই নিয়োগ সংক্রান্ত র‌্যালি বিহারে আগামী ৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর 2022 পর্যন্ত চলবে। অর্থাৎ মোট 20 দিন ধরে এই র‍্যালি হবে বলে জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন করতে হবে

রেজিস্ট্রেশন করতে হবে

এই র‍্যালিতে অংশ নিতে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারীকে। আর এই নিয়োগ সংক্রান্ত র‍্যালি সেনার দানাপুর সেন্টারে কয়রা হবে বলে জানানো হয়েছে। এর ঠিকানা হল- নিউ কেএলপি কমপ্লেক্স, চাঁদমারীর কাছে, দানাপুর ক্যান্ট, পাটনা। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্থানীয় অফিস কিংবা ওয়েবসাইটে ভালো ভাবে জেনে নিতে হবে।

র‍্যালিতে এই সমস্ত জেলার তরুণ-তরুণীরা অংশ নেবে-

র‍্যালিতে এই সমস্ত জেলার তরুণ-তরুণীরা অংশ নেবে-

নিয়োগ সংক্রান্ত র‌্যালি বিহারে দানাপুর ক্যান্টনমেন্টে আগামী ৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর 2022 পর্যন্ত চলবে। আর এই নিয়োগ সংক্রান্ত র‍্যালিতে অন্তত সাতজেলার যুব সম্প্রদায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে। এই জেলার নামগুলি হল- সিওয়ান, সরণ, গোপালগঞ্জ, বৈশালী, পাটনা, বক্সার এবং ভোজপুর। তরুন এবং তরুনি উভয়ই এই র‍্যালিতে অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে বলে প্রকাশিত খবরে বলা হয়েছে।

মহিলারাও আবেদন করতে পারবেন-

মহিলারাও আবেদন করতে পারবেন-

অগ্নীবির প্রকল্পের মাধ্যমে সেনাতে নিয়োগে মহিলারাও অংশ নিতে পারবেন। আগামী ২৬ অক্টোবর বিহার-ঝাড়খণ্ডের মহিলাদের জন্য নিয়োগ র‍্যালির আয়োজন করা হবে। এমটাই জানা যাচ্ছে। ৯ আগস্ট থেকে এ জন্য আবেদন নেওয়া হচ্ছে। ভারতীয় সেনার দানাপুর সেন্টারেই মহিলাদের জন্য এই নিয়োগ র‍্যালি হবে বলে জানানো হয়েছে। এই সংক্রান্ত সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে জানা জাছে।

গরু পাচার নিয়ে দায়ের জনস্বার্থ মামলায় অমিত শাহের নাম বাদ দেওয়ার নির্দেশগরু পাচার নিয়ে দায়ের জনস্বার্থ মামলায় অমিত শাহের নাম বাদ দেওয়ার নির্দেশ

English summary
recruitment to start in agniveer scheme on 26th October at Danapur, bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X