For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদ ঘনিষ্ঠ বিগ-বি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করমর্দনের ছবি, আসল সত্যতা জানুন

দাউদ ঘনিষ্ঠ বিগ-বি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করমর্দনের ছবি, আসল সত্যতা জানুন

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' এর নিরাপত্তা বাড়িয়েছে মু্ম্বি পুলিশ। সম্প্রতি সংসদে দাঁড়িয়েই বলিউডে মাদক যোগের অভিযোগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে দেখা যায় অমিতাভ বচ্চনের স্ত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনকে। তারপরেই ওঠে সমালোচনার ঝড়। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি ছবি ভাইরাল হয়েছে যাতে বিগ বি-কে একব্যক্তির সঙ্গে হাত মেলাতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে বচ্চনের পাশে থাকা ব্যক্তিটি আসলে বিখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। কি এই খবর কতটা সত্যি ?

দাউদ ঘনিষ্ঠ বিগ-বি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করমর্দনের ছবি, আসল সত্যতা জানুন

এদিকে সম্প্রতি সংসদে জয়ার মন্তব্যের পর গোটা বচ্চন পরিবারের বিরুদ্ধেই তীব্র আক্রমণ শানাতে দেখা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটা বড় অংশের অনুগামীদের। জয়ার সাফ কথা কিছু সংখ্যক অভিনেতা নেত্রীর দোষে গোটা ইন্ডাস্ট্রির বদনাম করা কখনওই উচিত না। ড্রাগ যোগে বচ্চন পরিবারের নাম জড়ানোর পর এবার ডনের সঙ্গেও ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেওয়াতে বিপাকে পড়েছে বচ্চন পরিবার। তবে ওই ছবির সত্যতা যাচাইয়ের পর সম্পূর্ণ ভিন্ন তথ্যই সামনে আসছে।

ফ্যাক্ট চেকিংয়ের পর স্পষ্টতই দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন যে ব্যক্তির সঙ্গে করমর্দন করছেন তিনি আসলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। সহজ ভাষায় ছবিটি শেয়ার করে বর্তমানে যে দাবি কার হচ্ছে তা সম্পূর্ণ ভাবেই ভুয়ো। ছবিটি তোলা হয়েছিল ২৫ শে মার্চ ২০১০ সালে। সেই সময় রাজীব গান্ধী সি লিঙ্কের কমিশন অনুষ্ঠানেই অমিতাভের সঙ্গে আলাপচারিতার পর করমর্দন করেন অশোক চৌহান। সেই সময় একাধিক সংবাদপত্রেও এই ছবির উপস্থিতি দেখা যায়।

নিট পরীক্ষাতেও দেদার টোকাটুকি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি! আসল সত্যতা জানুন নিট পরীক্ষাতেও দেদার টোকাটুকি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি! আসল সত্যতা জানুন

Fact Check

দাবি

Amitabh Bachchan shakes hands with Dawood Ibrahim

সিদ্ধান্ত

Amitabh Bachchan is shaking hands with Ashok Chavan.

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
picture of bollywood actor amitabh bachchans handshake with dawood on social media is actually fake news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X