For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমিতে মোবাইল টাওয়ার বসাতে চান? সাবধান! ফাঁদ পেতেছে প্রতারকের দল, জানুন বিশদে

জমিতে মোবাইল টাওয়ার বসাতে চান? সাবধান! ফাঁদ পেতেছে প্রতারকের দল, জানুন বিশদে

  • |
Google Oneindia Bengali News

মোবাইল টাওয়ার সংক্রান্ত বিষয়ে এর আগে একাধিকবার বিভিন্ন প্রতারণার শিকার হয়েছেন দেশের অগুনতি মানুষ। ইন্সটলেশন সংক্রান্ত বিষয়য়ের ক্ষেত্রে প্রতারকের ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই। এমতাবস্থায় এবার ফের মোবাইল টাওয়ার ইন্সটল সংক্রান্ত বিষয়ে একটি ভুয়ো খবর মাথাচাড়া দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

হোয়াটসঅ্যাপে ঘুরছে ‘নো অবজেকশন সার্টিফিকেট’

হোয়াটসঅ্যাপে ঘুরছে ‘নো অবজেকশন সার্টিফিকেট’

ইতিমধ্যেই টেলিযোগাযোগ বিভাগের নামাঙ্কিত মোবাইল টাওয়ার ইন্সটল সংক্রান্ত একটি শংসাপত্র বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। যার ফলে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। ওই সার্টিফিকেটের উল্লেখ করে বলা হচ্ছে মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রেই ইতিমধ্যেই ‘নো অবজেকশন সার্টিফিকেট' সরবরাহ করতে শুরু করেছে টেলিযোগাযোগ বিভাগ(ডিওটি)।

তথ্য প্রযুক্তি বিভাগে জমা দিতে হবে ৩৩০০ টাকা ?

তথ্য প্রযুক্তি বিভাগে জমা দিতে হবে ৩৩০০ টাকা ?

ইতিমধ্যেই বিভিন্ন লোকের হোয়াটসঅ্যাপে এই বিজ্ঞপ্তিটি ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। যেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হচ্ছে কোনও ব্যক্তি এখন থেকে তাঁর জমিতে সুবিধা মতো মোবাইল টাওয়ার বসাতে পারেন। এজন্য সরকারি বৈধতাও মিলেছে। শুধু ইন্সটল করার আগে জমির মালিককে তথ্য প্রযুক্তি বিভাগে ৩৩০০ টাকা জমা দিতে হবে।

টেলিকম আইন, ১৯৭২-র অবতারণা

টেলিকম আইন, ১৯৭২-র অবতারণা

পাশাপাশি কোন পদ্ধতিতে এই খাতে আবেদন করা যাবে সেই বিষয়েও বিশদে উল্লেখ করা থাকছে মেসেজে। আবেদন করার ক্ষেত্রে টেলিকম আইন, ১৯৭২-র অবতারণা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই একাধিকবার এই নোটিশটি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলেও জানা যাচ্ছে। যার দ্বারা অনেক আগ্রহী ব্যক্তিই প্রতারকের খপ্পরে পড়েছেন।

টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক এই জাতীয় কোনও বিজ্ঞপ্তিই জারি করা হয়নি

টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক এই জাতীয় কোনও বিজ্ঞপ্তিই জারি করা হয়নি

কিন্তু বাস্তবে এই তথ্যের কোনও ভিত্তি নেই বলে জানা যাচ্ছে। পাশাপাশি টেলিযোগাযোগ বিভাগ বা অন্য কোনও বিভাগ কর্তৃক এ জাতীয় কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি বলেও খবর। এই তথ্যটি আদপেই পুরোপুরি ভুয়ো। এদিকে ইতিমধ্যেই এই সমস্যার বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরব হয়েছেন অনেকেই।

বৃষ্টিভেজা লকডাউনের দ্বিতীয় দিনে কার্যত বনধের চেহারা গোটা বাংলায়, ইতিমধ্যে হাজতে ৭৫০ বৃষ্টিভেজা লকডাউনের দ্বিতীয় দিনে কার্যত বনধের চেহারা গোটা বাংলায়, ইতিমধ্যে হাজতে ৭৫০

Fact Check

দাবি

DoT is providing no objection certificates to install mobile towers

সিদ্ধান্ত

DoT has not providing no objection certificates to install mobile towers.

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
No Objection Certificate for installing mobile tower on WhatsApp is fake news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X