For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ক পরলেই অধিকাংশের করোনা হচ্ছে, নয়া দাবিতে ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

মাস্ক পরলেই অধিকাংশের করোনা হচ্ছে, নয়া দাবিতে ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয় দাবি করেছেন কোভিড–১৯ সংক্রমণ নিয়ে। ট্রাম্প জানিয়েছেন যে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (‌সিডিসি)‌ লক্ষ্য করেছে যে ৮৫ শতাংশ মানুষ যারা মাস্ক পরছেন তাদের করোনা ভাইরাস হচ্ছে।

মাস্ক পরলেই অধিকাংশের করোনা হচ্ছে, নয়া দাবিতে ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প


ট্রাম্প বলেছে, '‌অন্যান্য দিনের মতো সিডিসি একটি বিবৃতিতে জানিয়েছে যে মাস্ক পরেন এমন ৮৫ শতাংশ মানুষের সংক্রমণ হ‌‌চ্ছে।’‌ এই একই ধরনের দাবি আগেও ট্রাম্প দু’‌বার করেছেন সিডিসির নাম নিয়ে। যদিও ট্রাম্পের দাবি একেবারে ভুয়ো। সিডিসি সেপ্টেম্বরেই তাদের সমীক্ষা প্রকাশ করেছে এবং সেখানে কোথাও উল্লেখ নেই যে ৮৫ শতাংশ মানুষ, যাঁরা মাস্ক পরছেন, তাঁদের করোনা ভাইরাস সংক্রমণ হবে। এমনকী এই সমীক্ষায় কত শতাংশ মানুষ মাস্ক পরছেন এবং কতজন সংক্রমিত হবে এ ধরনের কিছুই বলার চেষ্টা করা হয়নি।

বরং এই সমীক্ষায় দেখানো হয়েছে যে আমেরিকায় জুলাই মাসে ১৫৪ জনের মধ্যে করোনার উপসর্গ না থাকা সত্ত্বেও তাঁদের ফলাফল পজিটিভ এসেছে এবং ১৬০ জনের মধ্যে করোনার উপসর্গ ছিল অথচ তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই সমীক্ষায় দেখানো হয়েছে, ১৫৪ জনের মধ্যে ৮৫ শতাংশ সবসময় বা তাঁদের অসুস্থতার ১৪ দিনে মাস্ক পরেছিলেন। এখান থেকেই এই ৮৫ শতাংশ সংখ্যাটি আসে। অন্যদিকে ১৬০ জন, যাঁদের রিপোর্ট নেগেটিভ তাঁদের মধ্যে ৮৮.‌৭ শতাংশ সবসময় বা মাঝে মাঝে মাস্ক পরেন। তাই মাস্ক পরার সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও সম্পর্ক নেই।

আমেরিকায় ৮০ লক্ষ মানুষ করোনা সংক্রমিত ও মারা গিয়েছে ২,১৮,০০০ জন।

মুকুল-দিলীপরা গৌণ, ভোট-জয়ে বিজেপি যাঁর উপর নির্ভরশীল বাংলা কি তাঁকে মানবে মুকুল-দিলীপরা গৌণ, ভোট-জয়ে বিজেপি যাঁর উপর নির্ভরশীল বাংলা কি তাঁকে মানবে

Fact Check

দাবি

85 per cent of people who wear masks get coronavirus in US

সিদ্ধান্ত

No such data found

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
most of the us cityzen wearing mask get coronavirus new demand of donald trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X