For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ সেকেন্ড শ্বাস রোধ করে থাকতে পারছেন মানেই করোনা হয়নি ?

১০ সেকেন্ড শ্বাস রোধ করে থাকতে পারছেন মানেই করোনা হয়নি ?

  • |
Google Oneindia Bengali News

গত বছর করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এই মারণ ভাইরাস নিয়ে একাধিক গুজব ছড়ায় গোটা দেশে। এমমকী সংক্রমণের ধরণ, প্রকোপ, টিকাকরণ নিয়েও ছড়াতে থাকে একের পর এক গুজব। সরকারের পাশাপাশি নাগরিক মহল থেকে সেই সব গুজবে কান দিতে নিষেধ করা হলেও আম-আদমির তাতে হুশ ফেরেনি। আর তাতেই ঘনাচ্ছে বিপদ। এদিকে কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা জানতে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ঘরোয়া টোটকা।

১০ সেকেন্ড শ্বাস রোধ করে থাকতে পারছেন মানেই করোনা হয়নি ?

এই টোটকাতেই বলা হয় আপনি যদি ১০ সেকেন্ড আপনার শ্বাস ধরে রাখতে পারেন, তাহলে বুঝবেন আপনাকে এখনও ছুঁতে পারেনি করোনা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শ্বাস রোধ করে থাকতে পারছেন মানেই করোনা হয়নি এই ধারণা ভুল। এমনকী বাড়িতে থেকে নিজেই কোভিড পরীক্ষা করা যায়, এই ধারণাটাও ভুল বলে জানাচ্ছেন তারা। এমনকী বিশেষজ্ঞরা একাধিক তথ্য তুলে ধরেও দাবি করেছেন ১০ সেকেন্ড শ্বাস ধরে রেখেও করোনা আক্রান্ত ব্যক্তির নজির একাধিক রয়েছে। তাই এই ধরণের কোনও তথ্যে বিশ্বাস করার কোনও মানে হয়না।

এদিকে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণে নাজেহাল গোটা দেশ। এমনকী আগের বারের থেকে এবারের করোনা স্ট্রেনগুলি অনেক বেশি সংক্রামক বলেও জানা যাচ্ছে। যার ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংথ্যা। বদলেছে উপসর্গের ধরণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রোজই ছাড়িয়ে যাচ্ছে সাড়ে তিন লক্ষের গণ্ডি। এমতাবস্থায় এখনও পর্যন্ত বাড়ি থেকে করোনা পরীক্ষার বিশেষ কোনও উপায় বের হয়নি বলেই জানা যাচ্ছে। তাই বিষয়ে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াতে নিষেধ করছে সরকারও। কারণ এই রোগের উপসর্গ অনেক। তার প্রত্যেকটা আপনার না-ই থাকতে পারে।

Fact Check

দাবি

Being able to hold breath for 10 seconds without discomfort means you don't have COVID-19.

সিদ্ধান্ত

This is not the authentic parameter. Seek a Doctor's advice in case of any #COVID19 symptoms & get tested

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Does being able to hold your breath mean you are not infected with coronavirus?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X