For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: নির্মলা সীতারমনের বাজেটে বেতনভুক কর্মীদের সাশ্রয় হবে ৪৮০০ টাকা, কিন্তু কীভাবে

Union Budget 2022: নির্মলা সীতারমনের বাজেটে বেতনভুক কর্মীদের সাশ্রয় হবে ৪৮০০ টাকা, কিন্তু কীভাবে

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাজেট ২০২২ (union budget 2022) -এ বেতনভুক কর্মীদের কর ছাড়ের কোনও বন্দোবস্ত করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তবে তিনি একদিকে বলেছেন করদাতারা দুবছর সময় নিয়ে আইটি রিটার্ন দাখিল করতে পারবেন। অন্যদিকে তিনি বলেছেন, সরকারি কর্মীরা এনপিএস (NPS)-এ ১০%-এর জায়গায় ১৪% বিনিয়োগ করতে পারবেন।

নতুন ঘোষণায় বাঁচবে কর

নতুন ঘোষণায় বাঁচবে কর

সরকারের ঘোষণায় সরকারি কর্মীরা বেশি করছাড় পাবেন। উদাহরণ হিসেবে বলা যায়, একজন সরকারি কর্মীর বেসিক এবং ডিএ যদি মাসে ৫০ হাজার টাকা হয়, তাহলে এনপিএস-এ ১০% বিনিয়োগের অর্থ হল ৫ হাজার টাকা বিনিয়োগ। এরসঙ্গে সরকারের অংশ হিসেবে ৭ হাজার টাকা যুক্ত হবে। যদি কোনও কর্মী করের নিরিখে ২০ শতাংশের স্ল্যাবে পড়েন, তাহলে এতদিন পর্যন্ত ১০ শতাংশ অর্থাৎ ৫ হাজার টাকা ছাড় পাোয়া যাচ্ছিল। বাকি ২ হাজার টাকায় ২০ শতাংশ হিসেবে ৪০০ টাকা আয়কর দিতে হত। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণায় কর্মীরা ১৪ শতাংশ কর ছাড় দাবি করতে পারবেন। সেক্ষেত্রে তাঁরা প্রতিমাসে সাশ্রয় করতে পারবেন ৪০০ টাকা করে। বছরে যা ৪৮০০ টাকা।

বাজেটে এনপিএস-এ কর ছাড় বেড়েছে

বাজেটে এনপিএস-এ কর ছাড় বেড়েছে

১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এখন থেকে ১০ শতাংশের পরিবর্তে এনপিএস-এ ১৪ শতাংশ টাকা জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে কর ছাড়ের সুযোগ বাড়ছে। কর্মীরা পেনশনেও কর ছাড় পাবেন বলেও জানিয়েছেন তিনি।

বাড়তি সুবিধা রাজ্য সরকারি কর্মীদের

বাড়তি সুবিধা রাজ্য সরকারি কর্মীদের

এনপিএস-এ কর ছাড়ের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করায় উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকার কর্মীদের বেতনের ১৪ শতাংশ জমা রাখে। যা কর্মীরা কর ছাড় পেয়ে থাকেন। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের এনপিএস-এ ছাড়ের ঊর্ধ্বসীমা ছিল ১০ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণার পরে এবার কেন্দ্র ও রাজ্য উভয় সরকারি কর্মীদের জন্য সমান ব্যবস্থা হবে।
তবে পশ্চিমবঙ্গের মতো কোনও কোনও রাজ্যে সরকারি কর্মীদের জন্য আগেকার পেনশন চালু রয়েছে। তাই এই রাজ্যের সরকারি কর্মীরা এনপিএসে নেই। সেই কারণে তাদের এব্যাপারে সুবিধা পাওয়ারও কোনও ব্যাপার নেই।

কর্পোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব

কর্পোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে সারচার্জ ১২ শতাংশ থেকে ৭ শতাংশ করার কথা জানিয়েছেন।

English summary
Deposit in NPS increase from 10 to 14% will benefit Govt Employees to save upto Rs 4800
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X