For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেস্তোরাঁয় জিএসটি-র বাটপাড়ি থেকে বাঁচবেন কীভাবে, জেনে নিন উপায়

রেস্তোরাঁর বিলে জিএসটি কীভাবে লাগু হচ্ছে বুঝবেন কীভাবে

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে জিএসটি চালু হয়েছে দুমাস হতে চলল। কিন্তু এখনও অধিকাংশ মানুষের কাছেই জিএসটি নিয়ে ধোঁয়াশা কাটেনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি রেস্তোরাঁর বিলেও দেখা যাচ্ছে জিএসটি ধরা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা না বুঝেই বিল দিয়ে দিই। কিন্তু বিল কীভাবে বাড়ল তা ভেবে কুলকিনারা পাই না। দেখে নিন রেস্তোরাঁর বিলে কী কী জিনিস খেয়াল করতে হবে।

রেস্তোরাঁয় জিএসটি-র বাটপাড়ি থেকে বাঁচবেন কীভাবে, জেনে নিন উপায়

সার্ভিস চার্জ
অনেক রেস্তোরাঁই সার্ভিস চার্জ ধরে নেয় বিলে, কিন্তু জেনে রাখা ভাল যে সার্ভিস চার্জ দিতে আপনি বাধ্য নন। কিছুদিন আগেই রেস্তোরাঁর বিলে সার্ভিস চার্জ তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

রেস্তোরাঁর ক্ষেত্রে জিএসটি কীভাবে লাগু হবে
বিভিন্ন রেস্তোরাঁর ক্ষেত্রে জিএসটি বিভিন্নরকম হতে পারে
নন এসি আর বার নয় এমন রেস্তোরাঁর ক্ষেত্রে জিএসটি -র হার ১২ শতাংশ
এসি রেস্তোরাঁ ও বারের ক্ষেত্রে জিএসটি-র হার ১৮ শতাংশ
পাঁচ তারা হোটেলের ক্ষেত্রেও জিএসটি-র হার ১৮ শতাংশ

রেস্তোরাঁয় জিএসটি-র বাটপাড়ি থেকে বাঁচবেন কীভাবে, জেনে নিন উপায়

আপনি যে রেস্তোরাঁয় খাচ্ছেন সেটা কি জিএসটি-র আওতায়
সব হোটেল, রেস্তোরাঁ একেবারেই জিএসটি নিতে পারে না। মূলত যেই রেস্তোরাঁগুলির রেজিস্ট্রেশন নেই , সেগুলি তো একেবারেই নিতে পারে না। যে রেস্তোরাঁগুলি জিএসটি নিচ্ছে, প্রথমেই দেখে নিন বিলে জিএসটি নম্বরের উল্লেখ রয়েছে কিনা।

ভ্যাট ও জিএসটি-র পার্থক্য কোথায়
জিএসটি শুধুমাত্র খাবারের দাম ও সার্ভিসের ওপরই লাগু হবে। কিন্তু মদ যেহেতু জিএসটির আওতায় বাইরে, তাই মদের ওপর বসবে ভ্যাট।

English summary
These things to keep in mind while paying for GST in restaurants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X