For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলের টিকিটের ৫ সংখ্যার নম্বরের আলাদা-আলাদা অর্থ রয়েছে, ভ্রমণের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ

রেলের টিকিটের ৫ সংখ্যার নম্বরের আলাদা-আলাদা অর্থ রয়েছে, ভ্রমণের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ

Google Oneindia Bengali News

রেলের টিকিটে (rail ticket) অনেক তথ্য থাকে। যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন না। তবে ট্রেনে (train) ভ্রমণ করতে গেলে রেল টিকিটে যে ৫ সংখ্যার নম্বর থাকে তার অর্থ জেনে রাখাটা জরুরি। ৫ ডিজিটের নম্বর বলে দেয় নির্দিষ্ট যাত্রী কোথায় যাচ্ছেন কিংবা কোথা থেকে আসছেন। এছাড়াও ওই নম্বরটি ট্রেনের অবস্থা ও ক্যাটেগরিও বলে দেয়।

৫ ডিজিটের সংখ্যার অর্থ

৫ ডিজিটের সংখ্যার অর্থ

প্রত্যেকটি ট্রেনের নিজস্ব নম্বর রয়েছে। এই নম্বর ০ থেকে ৯ পর্যন্ত হতে পারে। ৫ সংখ্যার প্রথম সংখ্যা (০-৯)-এর বিভিন্ন অর্থ হতে পারে। ০ হলে সেটি বিশেষ ট্রেন। তা যেমন সামার স্পেশাল হতে পারে, আবার সেটি হলিডে স্পেশাল কিংবা অন্য কোনও স্পেশাল ট্রেন হতে পারে। খেয়াল করলে দেখা যাবে করোনা কালে নির্দিষ্ট রুটের এক্সপ্রেস ট্রেনগুলিতে স্পেশাল বলে চালানো হচ্ছিল, সেখানে শুরুতেই ছিল ০।

১ থেকে ৪ পর্যন্ত সংখ্যার অর্থ

১ থেকে ৪ পর্যন্ত সংখ্যার অর্থ

  • যদি প্রথম সংখ্যাটি ১ হয় তাহলে ট্রেনটি অনেক দূরত্বের। এছাড়াও ট্রেনটি রাজঝানী, শতাব্দী, সম্পর্ক ক্রান্তি, গরিব রথ, দূরন্তও হতে পারে।
  • প্রথম সংখ্যাটি ২ হলেও, ট্রেনটি দীর্ঘ দূরত্বের। সেক্ষেত্রে ১ ও ২ একই শ্রেণিতে আসে।
  • প্রথম সংখ্যাটি যদি ৩ বয় তাহলে ট্রেনটি কলকাতার শহরতলীর ট্রেন।
  • প্রথম সংখ্যাটি যদি ৪ হয় তাহলে সেটি নতুন দিল্লি, চেন্নাই, সেকেন্দ্রবাদ এবং অন্য মেট্রো শহর-শহরতলীর ট্রেন।
৫ থেকে ৯ পর্যন্ত সংখ্যার অর্থ

৫ থেকে ৯ পর্যন্ত সংখ্যার অর্থ

  • প্রথম সংখ্যাটি ৫ হলে সেটি যাত্রাবাহী ট্রেন।
  • ৬ হলে সেটি একটি মেমু ট্রেন।
  • প্রথম সংখ্যাটি ৭ হলে সেটি ডেমু ট্রেন।
  • প্রথম সংখ্যাটি ৮ হলে সেটি সংরক্ষিত ট্রেন।
  • প্রথম সংখ্যাটি ৯ হলে সেটি মুম্বইয়ের শহরতলীর ট্রেন।
 দ্বিতীয় ও পরবর্তী সংখ্যা

দ্বিতীয় ও পরবর্তী সংখ্যা

  • এক্ষেত্রে দ্বিতীয় ও পরবর্তী সংখ্যা প্রথম সংখ্যাটির মতোই। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যদি একটি ট্রেনের প্রথম সংখ্যা ০,১,২ দিয়ে শুরু হলে কাবি চারটি সংখ্যা রেলের জোন এবং বিভাগকে বোঝায়।
  • ০ হলে কোঙ্কন রেল।
  • ১ হলে মধ্য রেল, পশ্চিম মধ্য রেল, উত্তর মধ্য রেল
  • ২ হলে সুপারফাস্ট, শতাব্দী এবং জনশতাব্দী। এই ট্রেনগুলির পরবর্তী সমখ্যাগুলি জোনের কোড বোঝায়।
  • ৩ পূর্ব রেল ও ইস্ট সেন্ট্রাল রেল।
  • ৪ উত্তর রেল, উত্তর-মধ্য রেল, উত্তর-পশ্চিম রেল।
  • ৫ পূর্ব রেল, উত্তর সীমান্ত রেল।
  • ৬ দক্ষিণ রেল এবং দক্ষিণ-পশ্চিম রেল।
  • ৭ দক্ষিণ-মধ্য রেল এবং দক্ষিণ পশ্চিম রেল।
  • ৮ দক্ষিণ পশ্চিম রেল, পূর্ব রেল এবং পূর্ব উপকূল রেল।
  • ৯ পশ্চিম রেল, উত্তর-পশ্চিম রেল, পশ্চিম মধ্য রেল।
  • যদি কোনও ট্রেনের প্রথম সংখ্যা ৫,৬,৭ হয়, তাহলে এর দ্বিতীয় সংখ্যা জোনকে বোঝায়। পরের সংখ্যা তার ডিভিশন কোডকে বোঝায়।

English summary
The 5 digit number of the train ticket of Indian Railways has different meanings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X