For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিআইসিআই ব্যাঙ্কের জালিয়াতি সামনে আসাতেই কি হুহু করে পড়ছে স্টকের দাম

সিবিআই তদন্তের খবরেই তলানিতে নামতে শুরু করে দিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআইয়ের শেয়ার।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই তদন্তের খবরেই তলানিতে নামতে শুরু করে দিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআইয়ের শেয়ার। আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি চন্দা কোছরের ঋণ মাফের ঘটনায় কি দুর্নীতির ইঙ্গিত রয়েছে? সেই ঘটনার জেরেই তদন্তে সিবিআই। আর তার ধাক্কা লেগেছে স্টকের দামে।

আইসিআইসিআই জালিয়াতি সামনে আসাতেই কি পড়ছে স্টকের দাম

ঘটনা হল, আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি চন্দা কোছরের স্বামী দীপক কোছরের সঙ্গে ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান বেনুগোপাল ধুতের ব্যবসায়িক যোগাযোগ নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। প্রাথমিক তদন্তে বেনুগোপাল ধুতের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপের অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। এছাড়া বেনুগোপালের সঙ্গে দীপক ও চন্দা কোছরের কেমন যোগাযোগ সেটাও খতিয়ে দেখা হবে।

জানা গিয়েছে, চন্দার স্বামী দীপক কোছরের সঙ্গে যৌথভাবে একটি সংস্থা চালু করেন ভিডিওকনের গ্রুপের চেয়ারম্যান বেনুগোপাল। তারপরই দীপককে ব্যবহার করে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ কয়েছে বেনুগোপালের বিরুদ্ধে। ২০০৮ সালে সংস্থাটি চালু হলেও, পরবর্তীকালে তার মালিকানা একটি ট্রাস্টের নামে পরিবর্তিত করা হয়।

২০১৭ সালে ভিডিওকন গ্রুপের ওই সংস্থাটির যে অ্যাকাউন্টে ঋণ দেওয়া হয়, সেটিকে অনুত্পাদক বলে ঘোষণা করে আইসিআইসিআই ব্যাঙ্ক। যদিও প্রায় পুরো ঋণটাই বাকী ছিল। সেক্ষেত্রে কীভাবে ঋণ মাফ করা হল? উঠছে প্রশ্ন।

English summary
Shares of ICICI Bank slumped 5.9 per cent, the most in two-and-a-half years amid CBI inquiry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X