For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটের পরের দিন বাজার খুলতেই ধপাধপ পড়ল সেনসেক্স, নিফটি

এদিন বাজেটের পরের দিন বাজার খুলতেই ধপাধপ পড়ে গিয়েছে সেনসেক্স ও নিফটি। সেনসেক্স পড়েছে ৬০০ পয়েন্ট। নেমে গিয়েছে সাড়ে ৩৫ হাজারের নিচে। নিফটিও ১১ হাজারের সূচক থেকে নেমে ১০, ৯০০ পয়েন্টের নিচে নেমে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবারই ইঙ্গিত মিলেছিল। কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়ই বেশ কয়েকশো পয়েন্ট নিচে নেমে গিয়েছিল শেয়ার বাজার। মাঝে কিছুটা পয়েন্টে উন্নতি হলেও দিনের শেষে কিছুটা নেমে ৩৬ হাজারের নিচে দিন শেষ হয়।

বাজেটের পরের দিন বাজার খুলতেই ধপাধপ পড়ল সেনসেক্স, নিফটি

আর এদিন বাজেটের পরের দিন বাজার খুলতেই ধপাধপ পড়ে গিয়েছে সেনসেক্স ও নিফটি। সেনসেক্স পড়েছে ৬০০ পয়েন্ট। নেমে গিয়েছে সাড়ে ৩৫ হাজারের নিচে। নিফটিও ১১ হাজারের সূচক থেকে নেমে ১০, ৯০০ পয়েন্টের নিচে নেমে গিয়েছে।

মূলধনী পণ্য ও অটোর স্টক গোঁত্তা খেয়ে অনেকটাই নিচে নেমে গিয়েছে। ইক্যুইটিতে দশ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স বসানোর ঘোষণার পরই বাজার নিম্নমুখী বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি জেটলি ৩.৫ শতাংশ জিডিপি ঘাটতি হবে বলে বাজেটে জানিয়েছেন।

ব্যাঙ্কিং সেক্টরে ইয়েস ব্যাঙ্ক, এসবিআই, আইসিআইসিআই, কোটাক, এইচডিএফসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক অনেকটা ক্ষতির মুখ দেখেছে। এদিকে ওএনজিসি, টাটা স্টিল, মারুতি সুজুকি, হিরো, পাওয়ার গ্রিড, কোল ইন্ডিয়া, এশিয়ান পেইন্টস, রিলায়েন্সেরও অনেকটা ক্ষতি হয়েছে।

English summary
Sensex, Nifty sinks after next morning of Union Budget 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X