For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেয়ার বাজারে মহাপতন! ৫০৯ পয়েন্ট নামল সেনসেক্স, ধাক্কা খেল নিফটিও

পরপর দ্বিতীয় দিন স্টক মার্কেট ধাক্কা খেল। বম্বে স্টক এক্সচেঞ্জের হিসাব বলছে ৫০৯ পয়েন্ট নেমে সেনসেক্স থেমেছে ৩৭, ৪১৩ পয়েন্টে। নিফটি ১৫০ পয়েন্ট নেমে ১১, ২৮৭ পয়েন্টে দিন শেষ করেছে।

  • |
Google Oneindia Bengali News

পরপর দ্বিতীয় দিন স্টক মার্কেট ধাক্কা খেল। বম্বে স্টক এক্সচেঞ্জের হিসাব বলছে ৫০৯ পয়েন্ট নেমে সেনসেক্স থেমেছে ৩৭, ৪১৩ পয়েন্টে। নিফটি ১৫০ পয়েন্ট নেমে ১১, ২৮৭ পয়েন্টে দিন শেষ করেছে। এর পাশাপাশি ডলারের সাপেক্ষে টাকার মূল্য আরও কিছুটা নেমে গিয়েছে। এখন এক ডলার সমান ৭২.৭৩ টাকা।

৫০৯ পয়েন্ট নামল সেনসেক্স, ধাক্কা খেল নিফটিও

নিফটিতে টাটা স্টিল, টাটা মোটরস, আইটিসি, পাওয়ার গ্রিড, হিরো মোটোকর্প, টেক মাহিন্দ্রার মতো সংস্থা ধাক্কা খেয়েছে। এদিকে এফএমসিজি, মেটাল, এনার্জি ও ফার্মা সেক্টর অনেকটা ধাক্কা খেয়েছে।

একদিকে চিন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ ও অন্যদিকে ডলারের তুলনায় ক্রমান্বয়ে টাকার দাম কমে যাওয়া শেয়ার বাজারে বড় প্রভাব ফেলেছে। আগামী কয়েকদিনে নিফটি ১১ হাজারের নিচে নামতে পারে বলেও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

গত কয়েকদিন ধরেই তেলের দাম বৃদ্ধি, ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ে যাওয়ায় শেয়ার বাজারে গত দুদিনে পরপর ধস নামল। এখন দেখার এই পতন কতদিন স্থায়ী হয়।

English summary
Sensex loses nearly 1,000 points in two days as rupee hits new low
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X