For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সস্তা হল স্যানিটারি ন্যাপকিন থেকে টিভি, ওয়াশিং মেশিন, আর কী আছে তালিকায় জানুন

জিএসটি নিয়ে শুক্রবার আস্থা ভোটে লোকসভা কক্ষে মোদী সরকারকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

জিএসটি নিয়ে শুক্রবার আস্থা ভোটে লোকসভা কক্ষে মোদী সরকারকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। কেন বিভিন্ন ধরনের জিএসটি থাকবে তা নিয়েও মোদী সরকারকে নিশানা করেন তিনি। পরে জবাবি ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী এই নিয়ে কংগ্রেস সরকারের দ্বিচারিতাকেই পাল্টা আক্রমণ করেন। জিএসটি নিয়ে এই লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই শনিবার বৈঠকে বসে জিএসটি কাউন্সিল।

মাসের শেষে মিলল স্বস্তি, মাসিক খরচায় বাঁচবে অর্থ

এই বৈঠকেই এমনকিছু সিদ্ধান্ত হয়েছে যাতে মাসের শেষে মধ্যবিত্ত গৃহস্থের বাজেটে বেশকিছু অর্থ বেঁচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যেমন স্যানিটারি ন্যাপকিনকে শূন্য জিএসটির আওতায় রাখা হয়েছে। টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর-কে ১৮ শতাংশ জিএসটি-র আওতায় আনা হয়েছে। এর ফলে এই সেগমেন্টে অন্তত ৭,০০০ হাজার টাকা বাঁচবে বলে জানিয়েছে জিএসটি কাউন্সিল। এই যাত্রায় জিএসটি-র বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা লাগু হবে ২৭ জুলাই।

এদিন আঠাশতম জিএসটি কাউন্সিলের মিটিং-এ যে জিনিসগুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে সেগুলি নিম্নরূপ-
১৭ হোয়াইট গুডস-এর ১০ শতাংশ জিএসটি কমানো হয়েছে। এই জিনিসগুলি ২৮ শতাংশ জিএসটি -র আওতায় ছিল। এখন এগুলিকে ১৮ শতাংশ জিএসটি-র আওতায় আনা হয়েছে। এই জিনিসগুলির মধ্যে রয়েছে- ওয়াশিং মেশিন, রেফিজ্রারেটর, টিভি, ভিডিও গেমস, ভ্য়াকুয়ান ক্লিনারস, ট্রেইলার্স, জুসার মিক্সার, গাইন্ডারস, শেভারস অ্যান্ড হেয়ার ডায়ার্স, ওয়াটার কুলার, ওয়াটার হিটারস, লিথিয়াম আয়রন ব্যাটারি, ইলেক্ট্রিক আয়রন। তবে, ৬৮ সেন্টিমিটার টিভি পর্যন্ত এই জিএসটি রেট লাগু হবে। এর থেকে বড় মাপের টিভি হলে ১৮ শতাংশ জিএসটি লাগু হবে না।

  • স্যানিটারি ন্যাপকিন-কে জিএসটি ছাড়ের আওতায় ফেলা হয়েছে। এর আগে এই জিনিসের ক্রয়ে ১২ শতাংশ জিএসটি দিতে হত।
  • সহজ রিটার্ন ফাইলিং-কে অনুমোদন দেওয়া হয়েছে। ৫ কোটি টাকা পর্যন্ত আয় যুক্ত সংস্থা মাসিক রিটার্ন দাখিলের পরিবর্তে কোয়ার্টারলি রিটার্ন ভরতে পারবে। যদিও, কর মাসিক হিসাবেই দিতে হবে। এর ফলে ৯৩ শতাংশ দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ী লাভবান হবেন।
  • অসম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিমের দোকানদারদের ছাড় ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে।
  • রিটার্ন দাখিলের ক্ষেত্রেও কাউন্সিল সহজ পন্থা নিয়ে এসেছে।
  • ডিক্লেয়ার্ড ট্যারিফ নয় অ্যাকটুয়াল ট্যারিফের ভিত্তিতে হোটেবকগুলোকে কর দিতে হবে।
  • রঙ, দেওয়াল পট্টি, বার্ণিশিং-কেও ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।
  • কমন ইউজের ফুটওয়ারের দাম ১০০০ টাকার মধ্যে হলে ৫ শতাংশ কর পড়বে।
  • ইথানাল ওয়েলে এখন ছেকে ৫ শতাংশ কর দিতে হবে। আগে এক্ষেত্রে ২৮ শতাংশ শেয়ার দিতে হত।
  • যে কোনও লেদার আইটেমে জিএসটি রেট ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।
  • স্পেশাল পারপাজে ব্যবহার করা যানবাহন, ওয়ার্ক ট্রাক, ট্রেলার্স-কে ১৮ শতাংশ জিএসটি-তে নামিয়ে আনা হয়েছে।
  • সেন্ট, টয়লেট স্প্রে-কেও ১৮ শতাংশ জিএসটি- আওতাভুক্ত করা হয়েছে।
  • পাথর, মার্বেল এবং কাঠের তৈরি দেব-দেবীর মূর্তিকেও শূন্য জিএসটি-র আওতায় রাখা হয়েছে। রাখি, ফর্টিফায়েড মিল্ককেও শূন্য জিএসটি-র আওতায় রাখা হয়েছে।
  • সুগার সেস নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত হয়নি। পরের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা।
  • বাঁশ দিয়ে ডেকোরেটিভ ফ্লোরিং করলে তাতে ১২ শতাংশ জিএসটি দিতে হবে।
  • প্রিন্টেড হ্যান্ডব্যাগস, জুয়েলারি বক্স, উডেন বক্সে, হ্যান্ডমেড ল্যাম্পস-এ-ও ১২ শতাংশ জিএসটি বসানো হয়েছে।
  • যে কোনও ধরনের হস্তশিল্পেও ১২ শতাংশ জিএসটি দিতে হবে।
  • আমদানি করা ইউরিয়াতেও ৫ শতাংশ জিএসটি কমানো হয়েছে।
কোন কোন জিনিসে নতুন জিএসটি রেট লাগু হল- একনজরে
নতুন জিএসটি রেট আইটেমস
০% স্যানিটারি ন্যাপকিন, রাখি, মার্বেল, মার্বেল বা পাথরের দেব-দেবীর মূর্তি, , ফর্টিফায়েড মিল্ক, শাল পাতা
৫% ইথানল ওয়েল, ১০০০ টাকার মধ্যে থাকা কমন ইউজের ফুট ওয়ার, সলিড বায়ো ফুয়েল পেলেটস, হ্যান্ডলুম ডারি, ফোসপেরিক অ্যাসিড, নিটেড ক্যাপ
১২% হ্য়ান্ডিক্র্যাফট আইটেমস, হ্যান্ডব্যাগস, বাঁশের মেঝে, জুয়েলারি বক্স, উডেন বক্স, হ্যান্ডমেড ল্যাম্পস
১৮% টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটটর, ভিডিও গেমস, ভ্যাকুয়াম ক্লিনার্স, ট্রেলার্স, জুসার মিক্সার, গ্রাইন্ডার্স, শেভার্স অ্যান্ড হেয়ার ড্রায়ার্স, ওয়াটার কুলার, ওয়াটার হিটার., লিথিয়াম আয়রন ব্যাটারিস, ইলেক্ট্রিক আয়রন, সেন্টস, টয়লেট স্প্রে, পেন্টস, ওয়াল পুট্টি, বার্ণিশ, স্পেশাল পারপাজ ভিহকেল, ওয়ার্ক ট্রাক, ট্রেইলার, পেন্টিং-এর জন্য উডেন ফ্রেম, ফোটোগ্রাফস, আয়না
২৮% কোনও আইটেম নেই
এর আগে জানুয়ারি মাসে ২৯টি জিনিসে নতুন জিএসটি রেট লাগু করেছিল কাউন্সিল। তবে, ২০১৭ সালের নভেম্বরে জিএসটি রেট পুনপর্যোলোচনায় সবচেয়ে বেশি জিনিসে নয়া জিএসটি রেট লাগু হয়েছিল। সে যাত্রায় ২০০টি জিনিসকে ২৮%, ১৮% ও ১২% জিএসটি-র আওতায় আনা হয়েছিল।
English summary
GST council has decided to put Sanitary napkin on exempted category. TV, Washing machine, Refrigerator cut to 18% GST.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X