For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Safe UPI Payment: UPI লেনদেন করার আগে অবশ্যই মাথায় থাক এক তথ্যগুলি

দেশে ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে ডিজিটাল লেনদেন। বিশেষ করে করোনার পর থেকে সমস্ত কিছুই এখন ডিজিটালের মাধ্যমে হতে চলেছে। এই অবস্থায় ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI এর ব্যবহারও ব্যাপক ভাবে বেড়েছে। BHIM UPI আসার পর থেকে UP

  • |
Google Oneindia Bengali News

UPI Payment Tips: দেশে ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে ডিজিটাল লেনদেন। বিশেষ করে করোনার পর থেকে সমস্ত কিছুই এখন ডিজিটালের মাধ্যমে হতে চলেছে। এই অবস্থায় ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI এর ব্যবহারও ব্যাপক ভাবে বেড়েছে। BHIM UPI আসার পর থেকে UPI পেমেন্ট করার লোকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়টিকে মান্যতা দিয়েছে। আর এরপর থেকেই গ্রাহকরা এই বিষয়টি অন্যতম নিরাপদ মাধ্যম হিসাবে বেছে নেয়।

নিত্য নতুন পন্থা নিচ্ছে

নিত্য নতুন পন্থা নিচ্ছে

যদিও জালিয়াতরা নিত্য নতুন পন্থা নিচ্ছে। এই অবস্থায় UPI পেমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকাটা খুবই জরুরি। বলে রাখা প্রয়োজন, UPI থেকে অর্থ লেনদেনের ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে। মাথায় রাখতে হবে মোবাইলটি আপনার ভার্চুয়াল মানি ওয়ালেটের মতো কাজ করে। ফলে বেশ কিছু বিষয়কে মাথায় রাখা প্রয়োজন। বিশেষ করে পকেটে থাকা ওয়ালেট যেভাবে সুরক্ষিত রাখেন তেমনই মোবাইলটিকেও সুরক্ষিত রাখার কথা বলা হচ্ছে।

স্ক্রিন শেয়ারিং থেকে সাবধান-

স্ক্রিন শেয়ারিং থেকে সাবধান-

এখন এমন অ্যাপ রয়েছে জেগুলি খুব সহজেই মোবাইল স্ক্রিন শেয়ারিং করতে পারে। ফলে UPI ব্যবহার করার ক্ষেত্রে এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। ভুলেও যাতে Screen Sharing Apps গুলিকে UPI অ্যাপ্লিকেশন অ্যাকসেস না দেওয়া হয়। আর তা দেওয়া হলে মুহূর্তের মধ্যে ডেটা লিক হয়ে যেতে পারে। এর মাধ্যমে, আপনার পাসওয়ার্ড এবং ওটিপির মতো গুরুত্বপূর্ণ সুরক্ষা বৈশিষ্ট্যগুলি সহজেই ধরে ফেলা সম্ভব। মোবাইল ফোনে এমন যদি কোন ধরনের স্ক্রিন শেয়ারিং অ্যাপ থাকলে প্রথমে সেটি বন্ধ করতে হবে। এরপর UPI অ্যাপ ব্যবহার ক্লরার কথা বলা হচ্ছে।

UPI আইডি চেক করতে হবে

UPI আইডি চেক করতে হবে

যখনই আপনি টাকা লেনদেনের মাধ্যমে কোনও ব্যক্তিকে পাঠাচ্ছেন সেই সময় তাঁর মোবাইল নম্বর কিংবা QR Code স্ক্যান করার সময়ে মোবাইলের স্ক্রিনে তথ্য উঠছে কিনা খেয়াল রাখতে হবে। অন্তত টাকা পাঠানোর সময় এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে। ভুল করে অন্য কোনও অ্যাকাউন্টে যদি টাকা পাঠিয়ে দেন তা আর ফেরত পাওয়া যাবে না।

UPI নিরাপদ রাখাটা খুবই জরুরি

UPI নিরাপদ রাখাটা খুবই জরুরি

কেউ যদি আপনাকে টাকা পাঠাতে চায় তাহলে মোবাইল নম্বর কিংবা UPI তথ্য শেয়ার একমাত্র শেয়ার করুন। ভুলেও অন্য কোনও তথ্য সামনে তুলে ধরবেন না। শুধু তাই নয়, ফোন বা UPI পেমেন্ট সবসময় স্ক্রিন লক পাসওয়ার্ড বা পিন দিয়ে লক করে রাখা উচিৎ। ভুলেও ফ্রড কলে উৎসাহ দেবেন না। বিভিন্ন সময়ে নানা অফার নিয়ে ফোন আসে। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভুলেও কোনও লিঙ্ক কিংবা তথ্যে ক্লিক করবেন না।

অ্যাপ আপডেট করতে হবে-

অ্যাপ আপডেট করতে হবে-

আপনি যদি অর্থপ্রদানের জন্য UPI অ্যাপের উপর নির্ভর করেন, তাহলে আপনার UPI অ্যাপ নিয়মিত আপডেট করা উচিত। লেটেস্ট আপডেট আর্থিক লেনদেনকে আরওসুরক্ষিত করে থাকে। সেই সঙ্গে টাকা ট্রান্সফারে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে অ্যাপের কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন।

English summary
Follow these tips for transaction of UPI payment To keep your account safe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X