For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৃষ্টিহীনরাও চিনতে পারবেন নোট, আসছে বিশেষ অ্যাপ আনছে আরবিআই

দৃষ্টিহীনদের সুবিধার্থে নোট পরিচিতির বিশেষ অ্যাপ আনতে চলেছে আরবিআই। সংস্থার আইনজীবী শ্যাম মেহতা সোমবার বম্বে হাইকোর্টে জানিয়েছেন

Google Oneindia Bengali News

দৃষ্টিহীনদের সুবিধার্থে নোট পরিচিতির বিশেষ অ্যাপ আনতে চলেছে আরবিআই। সংস্থার আইনজীবী শ্যাম মেহতা সোমবার বম্বে হাইকোর্টে জানিয়েছেন, দৃষ্টিহীনরা যাতে টাকা চিহ্নিত করতে পারেন সেকারণেই বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল তৈরি করেছে আরবিআই। যাঁরা এই অ্যাপটি তৈরি করছেন।

দৃষ্টিহীনরাও চিনতে পারবেন নোট, আসছে বিশেষ অ্যাপ আনছে আরবিআই

নোট বাতিলের পর যেন নতুন ১০০ টাকার নোট বাজারে এনেছে আরবিআই, তাতে বিশেষ কিছু চিহ্ন রয়েছে যাতে দৃষ্টিহীনরা সহজে সেই টাকা চিনতে পারেন। কিন্তু হাত বদলের সঙ্গে সঙ্গে সেই সব চিহ্ন মলিন হয়ে যায়। সেকারণেই প্রযুক্তিগত সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই বিশেষ অ্যাপ সব মোবাইলেই ফ্রিতে ডাউনলোড করা যাবে। তাতে সুবিধা হবে দৃষ্টিহীনদের।

বিদেশে একাধিক জায়গায় দৃষ্টিহীনদের জন্য এই ধরনের বিশেষ অ্যাপ চালু রয়েছে। আরবিআইয়ের বিশেষজ্ঞরা সেই অ্যাপগুলিও পর্যালোচনা করে দেখছেন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্লাইন্ড(এনএবি)-র তরফ থেকে করা মামলার প্রেিক্ষতেই একথা জানিয়েছে আরবিআই। তারাই আদালতকে জানিয়েছিল নতুন ধরনের কয়েন এবং নোট চিহ্নিত করতে সমস্যায় পড়তে হচ্ছে দৃষ্টিহীনদের।

English summary
RBI is all set to launch an application to help blind people identify currency notes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X