For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে 5G: প্রধানমন্ত্রী মোদীর হাত দিয়েই আনুষ্ঠানিক উদ্বোধন! শনিবার পরিষেবা শুরুর ঘোষণা

ভারতে 5G: প্রধানমন্ত্রী মোদীর হাত দিয়েই আনুষ্ঠানিক উদ্বোধন! শনিবার পরিষেবা শুরুর ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

উৎসবের মরসুমেই দেশে 5G-র পরিষেবা শুরু হতে চলেছে। ১ অক্টোবর শনিবার নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ১০ টায় প্রধানমন্ত্রী সেখানে ভাষণ দেবেন। তারপরেই সেখানে ৪ দিনের ষষ্ঠ মোবাইল কংগ্রেসের অনুষ্ঠান শুরু হবে।

থিম 'নিউ ডিজিটাল ইউনিভার্স'

থিম 'নিউ ডিজিটাল ইউনিভার্স'

এবছরের মোবাইল কংগ্রেসের থিম হল নিউ ডিজিটাল ইউনিভার্স। দেশে ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসার এবং সেক্ষেত্রে সুযোগ নিয়ে প্রদর্শনী এবং আলোচনায় অংশ নেবেন উদ্যোগপতি, উদ্ভাবক এবং সরকারি আধিকারিকরা।

হাজির থাকবে তাবড় শিল্পপতিরা

হাজির থাকবে তাবড় শিল্পপতিরা

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন রিলায়েন্সের মুকেশ আম্বানি, এয়ারটেলের সুনীল মিত্তাল, ভোডাফোন-আইডিয়ার রবিন্দর টক্করের মতা দেশের তাবড় শিল্পপতিরা। উদ্বোধনী অনুষ্ঠানে সবাই হাজির থাকলেও 5G-র মূল্য এবং এসম্পর্কে আরও বিষদ তথ্য পরে জানানো হবে।

প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণেও ছিল 5G-র কথা

প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণেও ছিল 5G-র কথা

প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন এবছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী মোদী 5G-র কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী মোদী বরাবরই ডিজিটাল ইন্ডিয়ার ওপরে জোর দিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন, 5G বর্তমানে দেশে চালু থাকা 4G-র থেকে দশগুণ দ্রুতগতি সম্পন্ন হবে। এছাড়াও দেশের সবকটি গ্রামে অপটিক্যাল ফাইবারের সংযোগের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে যাবে।
প্রধানমন্ত্রীর দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 5G সারা দেশে বিরামহীন, উচ্চগতির ডেটা এবং নির্ভরযোগ্য যোগাযোগে সাহায্য করবে। এছাড়াও এই ব্যবস্থা এনার্জি-স্পেকট্রাম-নেটওয়ার্কের কার্যকারিতাকে বৃদ্ধি করবে।

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস

এবারের ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস হবে 5G-কে ঘিরে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের আয়োজনে যোগাযোগ মন্ত্রক ছাড়াও রয়েছে মোবিপ্রো ইনোভেশন প্রাইভেট লিমিটেড, সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। প্রসঙ্গত বলে রাখা ভাল সেপ্টেম্বরের শুরুতে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, এই মাসেই দেশে 5G চালু হবে। আর বছরের শেষে তা আরও বেশি শহরে পৌঁছে যাবে। সামনের বছরে এই পরিষেবা আরও প্রসারিত হবে।

 5G নিয়ে জিও-র অবস্থান

5G নিয়ে জিও-র অবস্থান

গত মাসে (অগাস্ট) মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিডেটের বার্ষিক সাধারণ সভায় জিও ৫ জি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। দিওয়ালিতে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা-র মতো বেছে নেওয়া শহরগুলিতে জিও 5G-র পরিষেবা শুরু করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। মুকেশ আম্বানি আরও বলেছিলেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ পরবর্তী ১৮ মাসের কম সময়ে ভারতের প্রতিটি শহর এবং তালুকে, তহসিলে জিও ৫ জি পৌঁছে দেওয়া হবে।

English summary
PM Narendra Modi will officially launch 5G services in India on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X