For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Pension New Rule: ১লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে পেনশনের বেশ কিছু নিয়ম! সমস্যা পড়তে না চাইলে জানুন

Pension New Rule: ১লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে পেনশনের বেশ কিছু নিয়ম! সমস্যা পড়তে না চাইলে জানুন

  • |
Google Oneindia Bengali News

পেনশন প্রাপকদের জন্যে বড় খবর। আগামী ১লা অক্টোবর থেকে পেনশন সংক্রান্ত নিয়মে বেশ কিছু বদল আসতে চলেছে। প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) দেশের যে কোনও হেড পোস্ট অফিসে থাকা জীবন প্রমাণ সেন্টার অর্থাৎ JPC তে জমা করা যাবে। যে সমস্ত পেনশন প্রাপকদের বয়স ৮০ বছরের বেশি হবে তাঁরা ১ লা অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত জীবন প্রমাণ পত্র জমা করতে পারবেন। ৮০ বছর বয়সের নীচে অবসরপ্রাপ্ত কর্মীরা ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর লাইফ সার্টিফিকেট জমা করা যাবে। এই প্রতিবেদনে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হল।

ইন্ডিয়া পোস্ট এই বিষয়ে সাহায্য করছে

ইন্ডিয়া পোস্ট এই বিষয়ে সাহায্য করছে

বলে রাখা প্রয়োজন এখন থেকে পোস্ট অফিসের মাধ্যমেও জীবন প্রমাণ পত্র জমা করা সম্ভব। ভারতীয় ডাকঘর সমস্ত পেনশনভোগীদের এই বিষয়ে তথ্য দিয়েছে। পোস্ট অফিস জানাচ্ছে, জীবন প্রমাণ সেন্টার কি আইডি অ্যাক্টিভেট করে নেওয়ার কথা বলা হয়েছে। সরকারের তরফে ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে পরিষ্কার বলা হয়েছে যে, যে সমস্ত পোস্ট অফিসের হেড অফিসে জীবন প্রমাণ সেন্টার নেই সেখানে দ্রুত তৈরি করার কথা বলা হয়েছে। সরকারের নির্দেশিকা অনুসারে, জীবন প্রমাণ সেন্টার বানানোর পর দ্রুত আইডি অ্যাক্টিভেট করতে হবে। এই কাজ পোস্ট অফিসের কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও অরা যেতে পারে। এর শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত করা হয়েছে।

ডাকঘরের তরফে আগেই এই বিষয়ে জানানো হয়

ডাকঘরের তরফে আগেই এই বিষয়ে জানানো হয়

ভারতীয় ডাকঘর এই বিষয়ে আগেই টুইট করে বিস্তারিত জানায়। সেখানে পোস্ট অফিস জানায়, বয়স্ক নাগরিকরা এখন থেকে খুব সহজেই স্থানীয় পোস্ট অফিসের csc counter এর মাধ্যমে জীবন প্রমাণ জমা দেওয়ার সুবিধা পাবেন। জীবন প্রমানের সরকারি ওয়েবসাইট jeevanpramaan.gov.in এই বিষয়ে সমস্ত কিছু জানানো হয়েছে।

খুব সহজে জীবন প্রমাণ পত্র পাওয়া যায়

খুব সহজে জীবন প্রমাণ পত্র পাওয়া যায়

বিভাগের ওয়েবসাইটে এই বিষয়ে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকার জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার বিষয়টি পুরো ডিজিটাল করার প্রক্রিয়া নিয়েছে। পেনশনভোগীদের জীবন প্রমাণ পত্র জমা দিতে হয়। পেনশনভোগী যোজনার মাধ্যমে এই কাজ করা হচ্ছে। এর উদ্দেশ্যে হচ্ছে বৃদ্ধ মানুষদের পেনশন পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করা। আর এই বিষয়ে সাহাজ্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় ডাকঘর। নয়া এই সিদ্ধান্ত অনুসারে ভারতীয় ডাকঘরের মাধ্যমেই এবার লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব।

কীভাবে আবেদন করবেন

কীভাবে আবেদন করবেন

যদি এই বিষয়ে আবেদন করতে চান তাহলে প্রথমে রেজিস্টার মোবাইল নম্বর থেকে প্রথমে 7738299899 এই নম্বরে এসএমএস করে নিকটবর্তী জীবন প্রমাণ কেন্দ্রের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এসএমএস করার জন্যে টেস্ট করতে হবে 'JPL'। পেনশনভোগীর তরফে দেওয়া পিন কোডের মাধ্যমে আশেপাশের যে কোনও জীবন প্রমাণ কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। আর এই তথ্য হাতে পাওয়ার পর যে কেন্দ্রটি কাছাকাছি হবে সংশ্লিষ্ট পেনশনভোগীর সেটিকে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে আপনি আপনার ডিজিটাল জীবন প্রমাণ পত্র পেতে পারবেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Pension New Rule: Rules of pension will change from 1st October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X