For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতি সেকেন্ডে ৪টি স্কুটার বিক্রি, শুরুর দিনেই দেশজোড়া রেকর্ড ওলা ইলেকট্রিকের

প্রতি সেকেন্ডে ৪টি স্কুটার বিক্রি, শুরুর দিনেই দেশজোড়া রেকর্ড ওলা ইলেকট্রিকের

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি অটোমোবাইল ব্যবসায় এবার সরাসরি পা রেখেছে বিখ্যাত অ্যাপ-ক্যাব সংস্থা ওলা। বুধবার থেকেই শুরু হয়েছে ওলার ইলেকট্রিক স্কুটার বিক্রি। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ে ৬০০ কোটি টাকার স্কুটার বিক্রি করল ওলা ইলেকট্রিক। পরিসংখ্যান বলছে প্রতি সেকেন্ডে ৪টি করে স্কুটার বিক্রি করেছে ওলা। যার জেরে শুরুর দিনেই ৬০০ কোটি টাকার ব্যবসাও করে ফেলেছে এই সংস্থা।

নতুন মাইলস্টোন ওলার

নতুন মাইলস্টোন ওলার

যদিও এই মাসের শুরু থেকেই এই বিক্রি শুরু হওয়ার কথা ছিল। প্রযুক্তিগত ত্রুটির জন্য বিক্রি পিছিয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়। বর্তমানে ওলা ইলেকট্রিক ডাইরেক্ট-টু-হোম বিক্রয় মডেল অনুসরণ করছে বলেই সংস্থার তরফে জানা যাচ্ছে। সেখানে রিজার্ভেশন এবং কেনাকাটা সম্পূর্ণ অনলাইনে করা হচ্ছে। করোনা উদ্বেগের কথা মাথায় রেখেই এই রাস্তায় হেঁটেছে সংস্তা। দেওয়া হচ্ছে সহজ ইএমআই স্কিমও। প্রযুক্তিগত সহায়তা ও আর্থিক লেনদেনের জন্য ইতিমধ্যেই প্রতিষ্ঠানের সাথে চুক্তিও করেছে ওলা।

 প্রতি সেকেন্ডে ৪টি স্কুটার বিক্রি

প্রতি সেকেন্ডে ৪টি স্কুটার বিক্রি

সম্প্রতি সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল একটি টুইট বার্তায় জানান বুধবার সকালেই বিক্রি শুরু হয় Ola S1 এবং Ola S1 Pro ই-স্কুটারের। কিন্তু তারপর থেকে ২৪ ঘণ্টারও কম সময়ে গড়ে প্রতি সেকেন্ডে ৪টি করে স্কুটার বিক্রি হয়েছে। সহজ ভাষায় দেখতে গেলে এক দিনে সারা দেশে সমস্ত সংস্থা মিলিয়ে যত বাইক বিক্রি হয়, তার চেয়েও বেশি সংখ্যায় বিক্রি হয়েছে ওলার স্কুটার।

 দাম কত

দাম কত

এদিকে Ola S1 স্কুটারের দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। সেখানে S1 Pro-এর দাম রাখা হয়েছে ১,২৯,৯৯৯ টাকা। এদিকে গোটা বিক্রয় পদ্ধতি যেহেতপ অনলাইন হচ্ছে তাই যাঁরা আগে থেকে প্রিবুকিং করে রেখেছেন, তাঁরাই আগে ডেলিভারি পাচ্ছেন। প্রত্যেক গ্রাহকের বাড়িতে করা হচ্ছে ডেলিভারি। এদিকে চলতি মাসের শুরুতে বিক্রিয় শুরু কথা থাকলেও তা পিছিয়ে যাওয়ায় প্রি-বুকিংয়ের পরিমাণও অনেকটাই বেড়ে গিয়েছে।

কী কী নতুন ফিচার রয়েছে ওলার স্কুটারগুলিতে

কী কী নতুন ফিচার রয়েছে ওলার স্কুটারগুলিতে

তবে অগ্রিম বুকিংয়ের জন্য প্রতি গ্রাহকেই ৪৯৯ টাকার টোকেন কিনতে হচ্ছে। তবে দুটি ইলেকট্রিক স্কুটারেই তিনটি রাইডিং মোড আছে নরমাল, স্পোর্ট এবং হাইপার। ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতিতে চলতে পারে এই স্কুটার। পাশাপাশি রিভার্স গিয়ার, সেগমেন্ট-বেস্ট আন্ডার-সিট স্টোরেজ, নেভিগেশন এবং ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারও রয়েছে ওলার ইলেকট্রিক স্কুটারে।

ছবি সৌ:ওলা টুইটার ভিডিও

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Ola Electric is breaking new records by selling 4 scooters per second
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X