For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের ফলে কতটা কালো টাকা সরেছে, সেই হিসাবই নেই আরবিআইয়ের কাছে

আরবিআই সংসদীয় প্যানেলকে জানিয়ে দিয়েছে যে নোট বাতিলের পর কত পরিমাণ কালো টাকা ব্যাঙ্কিং সিস্টেমে এসে বৈধ হয়েছে তার সঠিক কোনও হিসাব নেই।

  • |
Google Oneindia Bengali News

আরবিআই সংসদীয় প্যানেলকে জানিয়ে দিয়েছে যে নোট বাতিলের পর কত পরিমাণ কালো টাকা ব্যাঙ্কিং সিস্টেমে এসে বৈধ হয়েছে তার সঠিক কোনও হিসাব নেই। পুরো দমে কাজ চলছে। সেই হিসাব বের করতে এখনও অনেকটা সময় লাগবে বলে জানানো হয়েছে।

এর আগে আরবিআই তাদের রিপোর্টে জানিয়েছে, ১৫.২৮ লক্ষ কোটি বাতিল নোট সরকারের হিসাবের খাতায় ফেরত এসেছে। যা মোট নোটের প্রায় ৯৯ শতাংশ। যা শোনার পর থেকেই কেন্দ্র সরকার ও আরবিআইয়ের মুণ্ডপাত করছে বিরোধীরা।

নোট বাতিলের ফলে কতটা কালো টাকা সরেছে, সেই হিসাবই নেই

গত বছরের নভেম্বরের ৮ তারিখ এক ঝটকায় ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়। কালো টাকা, দুর্নীতি, জাল নোটের কারবার বন্ধে এই পদক্ষেপ প্রয়োজন ছিল বলে জানানো হয়। সেই সংক্রান্ত রিপোর্ট গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। তারপরে তা সংসদের অর্থ বিষয়ক কমিটির হাতেও তুলে দেওয়া হয়েছে।

আরবিআই বার্ষিক রিপোর্টে জানিয়েছে, মাত্র ১ শতাংশ বাতিল নোট ব্যাঙ্কিং সিস্টেমে ফেরত আসেনি। সরকার ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল করে নতুন ৫০০ টাকার নোট এনেছে। তবে ১ হাজারের নোট এখনও বাজারে আসেনি। বদলে ২ হাজারের নতুন নোট আনা হয়েছে।

English summary
No information on how much black money removed by note ban, says RBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X