For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোবাইল ফোন লক করার প্রক্রিয়াই বলে দেবে আপনার বয়স, বলছে গবেষণা

মোবাইল ফোন লক করার প্রক্রিয়াই বলে দেবে আপনার বয়স। এমনই দাবি করেছেন সমীক্ষকরা।

Google Oneindia Bengali News

মোবাইল ফোন লক করার প্রক্রিয়াই বলে দেবে আপনার বয়স। এমনই দাবি করেছেন সমীক্ষকরা। ব্রিটেনের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন কীভাবে জীবনের দৈনন্দিন কাজের সঙ্গে জড়িয়ে থাকা মোবাইল ফোনের লক করার সিস্টেমই বলে দেয় ব্যক্তির বয়স।

বয়স জানা যাবে মোবাইল লক সিস্টেমে

বয়স জানা যাবে মোবাইল লক সিস্টেমে

মোবাইল এখন মানুষের জীবনে ঘুম-খাওয়ার মতোই আবশ্যিক একটি জিনিস। মোবাইল ছাড়া বাঁচাটা কল্পনাতীত তাতে কোনও সন্দেহ নেই। সেই মোবাইলের লক সিস্টেমই বলে দেয় ব্যক্তির বয়স কত হতে পারে। সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েক একদল গবেষক সমীক্ষা চালিয়ে এমনই তথ্য প্রকাশ্যে এনেছেন।

অটো লক বেশি পছন্দ করেন পুরুষরা

অটো লক বেশি পছন্দ করেন পুরুষরা

মোবাইলে অটো লক সিস্টেম বেশি পছন্দ করেন মহিলারা। সেদিক থেকে মহিলাদের বেশি পছন্দের ম্যানুয়াল কল সিস্টেম। আবার দেখা গিয়েছে ২০ বছর বয়সের যুবক যুবতীদের মধ্যে মোবাইল ব্যবহারের প্রবণতা বেশি যুবতীদের। আবার পঞ্চাশোর্ধ পুরুষরা বেশি মোবাইল ব্যবহার করেন মহিলাদের তুলনায়। তবে কেন এই প্রবণতা সেটা অবশ্য গবেষকরা নজর দেননি।

গবেষণায় সুবিধা হবে মোবাইল ফোন কোম্পানিগুলির

গবেষণায় সুবিধা হবে মোবাইল ফোন কোম্পানিগুলির

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা সবচেয়ে বেশি সুবিধা হবে মোবাইল কোম্পানিগুলির। তাঁরা ক্রেতাদের বয়স অনুযায়ী মোবাইল ফোন তৈরি করতে পারবেন। কারণ সিনিয়র সিটিজেনরা এখনও স্মার্ট ফোন ব্যবহারে তেমন সরগর নন। এতে সমস্যায় পড়তে হয় তাঁদের। কাজেই এই গবেষণা থেকে বয়স অনুযায়ী মোবাইল ফোন তৈরি করতে পারবেন তাঁরা।

<strong>পাক আকাশপথে নিষেধাজ্ঞা, ঘুরপথে সৌদি সফর মোদীর</strong>পাক আকাশপথে নিষেধাজ্ঞা, ঘুরপথে সৌদি সফর মোদীর

English summary
Mobile phone locking method reveals age of the person says study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X