For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ বৈঠক শেষে চূড়ান্ত হয়ে গেল LIC-র IPO-র প্রাইস ভ্যালু! রইল খুঁটিনাটি সমস্ত তথ্য

ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ LIC-এর IPO-এর প্রাইস ব্যান্ড চূড়ান্ত করে ফেলেছে। সংস্থা এজন্য ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা পর্যন্ত প্রতি শেয়ার প্রাইস ব্যান্ড রেখেছে। LIC-এর আইপিও'এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা 3.5 শতাংশ

  • |
Google Oneindia Bengali News

দেশের সবথেকে বড় বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ LIC-এর IPO-এর প্রাইস ব্যান্ড চূড়ান্ত করে ফেলেছে। সংস্থা এজন্য ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা পর্যন্ত প্রতি শেয়ার প্রাইস ব্যান্ড রেখেছে। LIC-এর আইপিও'এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা 3.5 শতাংশ শেয়ার বিক্রি করবে।

রইল খুঁটিনাটি সমস্ত তথ্য

আর তা করে সরকারের কাছে ২১,০০০ কোটি টাকা আসবে। জানা যাচ্ছে, IPO ৪ মে খুলবে এবং ৯ মে বন্ধ হবে। আর তা হবে রিটেল বিনিয়োগকারীদের জন্য। তবে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য খোলা হবে আগামী ২ মে।

আজ মঙ্গলবার এই সংক্রান্ত একটি বৈঠক হয়। যেখানে এলআইসি বোর্ডের উচ্চপদস্থ আধিকারিক সহ একাধিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআই-য়ে প্রকাশিত খবর অনুযায়ী, এলআইসি পলিসি হোল্ডারদের শেয়ার কেনার ক্ষেত্রে ৬০ টাকা এবং রিটেল বিনিয়োগকারী এবং কর্মচারীদের ক্ষেত্রে শেয়ার প্রতি ৪০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। এলআইসি তাঁর পলিসি হোন্ডার এবং কর্মচারীদের জন্যে ১০ এবং পাঁচ শতাংশ রিজার্ভ করে রেখেছে। তবে বলে রাখা প্রয়োজন, ২১,০০০ কোটি টাকা হচ্ছে আইপিওর ইস্যু আকার। অর্থাৎ প্রকাশিত তথ্য অনুযায়ী আইপিওর মাধ্যমে বিক্রি করা হবে প্রায় ২২.১৪ কোটি শেয়ার।

তবে এই বিষয়ে আরও বিস্তারিত ভাবে যদি বলা যায়, তাহলে কেন্দ্রীয় সরকার এখন এলআইসি'তে থাকা 3.5 শতাংশ অংশ ২১,০০০ কোটি টাকায় বিক্রি করবে। যদি আইপিও ইস্যু'র ক্ষেত্রে অ্যাংকার বিনিয়োগকারীদের থেকে এই বিষয়ে পর্যাপ্ত চাহিদা থাকে তাহলে oversubscription-পরিস্থিতিতে আরও পাঁচ শতাংশ বাড়াতে পারে সরকার।

যদিও আগে সরকার পাঁচ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই অবস্থায় বাজারে অস্থিরতা রয়েছে। আর সেদিকে তাকিয়ে শেয়ার বিক্রির শতাংশ কম করা হয়েছে। তবে আইপিওর জন্য এলআইসির মূল্যায়ন করা হয়েছে ৬ লাখ কোটি টাকা। সেই অনুযায়ী, এখন এই আইপিওর আকার হবে ২১,০০০ কোটি টাকা।

English summary
LIC IPO details in bengali: LIC IPO price band issue at 902-949 rupee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X