For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ মাস ধরে একটানা জিও-র রাজত্ব, প্রথম বর্ষপূর্তিতে সুখবর শোনাল ট্রাই

টানা সাত মাস ধরে ইন্টারনেট ডেটা স্পিডের নিরিখে শীর্ষ স্থানে রিলায়েন্স জিও, জিও-র প্রথম বর্ষপূর্তিতে রিপোর্ট প্রকাশ করল ট্রাই।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ইন্টারনেট ডেটা স্পিডের নিরিখে সবাইকে টপকে গেল রিলায়েন্স জিও। ট্রাইয়ের প্রকাশ করা গত জুলাই মাসের রিপোর্টে দেখা যাচ্ছে, ডেটা স্পিডে এয়ারটেল, ভোডাফোনের মত তাবড় সংস্থাকে পেছনে ফেলে দিয়েছে সদ্য বাজারে আসা জিও।

৭ মাস ধরে একটানা জিও-র রাজত্ব, প্রথম বর্ষপূর্তিতে সুখবর শোনাল ট্রাই

মঙ্গলবারই প্রথম বর্ষপূর্তি রিলায়েন্স জিও। একবছর আগে বাজারে এসেই হইচই ফেলে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। জিও-র দাপটে হুহু করে ইন্টারনেট ডেটার খরচ নামাতে একপ্রকার বাধ্য হয়েছে এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল। কিন্তু তা সত্ত্বেও যে তারা জিও-র সঙ্গে পেরে উঠতে পারছে না তা স্পষ্ট ট্রাই-এর এই রিপোর্টেই। এই নিয়ে গত সাত মাস ধরে ডেটা স্পিডে শীর্ষস্থান ধরে রাখল রিলায়েন্স জিও।

ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসে জিও-র গড় ডাউনলোড স্পিড ছিল ১৮.৩৩ এমবিপিএস। সেখানেই এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ছিল ৯.২৬ এমবিপিএস,ভোডাফোনের ছিল ৯.৩২ এমবিপিএস ও আইডিয়া সেলুলারের ডাউনলোড স্পিড ছিল ৮.৩৩ এমবিপিএস। এই পরিসংখ্যানেই স্পষ্ট অন্যান্য অপারেটাররা দুই সংখ্যা ছুঁতে পারেনি।

৭ মাস ধরে একটানা জিও-র রাজত্ব, প্রথম বর্ষপূর্তিতে সুখবর শোনাল ট্রাই

টেলিকম সূত্রে খবর, ভারতে আগে যেখানে মাসে গড়ে ২০ কোটি জিবি ডেটা ব্যবহার হত, সেখানেই গত একবছরে তা বেড়ে ১৫০ কোটি জিবি হয়েছে। তার মধ্যে জিও একাই মাসে ১০০ কোটি জিবি ইন্টারনেট ডেটা প্রদান করছে। জিও-তে যে দেশবাসী আস্থা দেখাচ্ছেন এই পরিসংখ্যানই তার প্রমাণ।

English summary
For consecutive seven months Jio tops the chart in internet data speed, TRAI treleases a report of July on 1st anniversary of Jio
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X