For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলে আর কী কী উপকার পেতে চলেছে দেশবাসী, জানালেন মোদী সরকারের এই মন্ত্রী

নোট বাতিল নিয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে সাফাই অর্থমন্ত্রীর, প্রায় ৯৯ শতাংশ বাতিল টাকা ফিরে আসার মানে এই নয় যে, সব টাকাই সাদা,বললেন জেটলি।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ভাঙলেও মচকাতে রাজি নন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নোট বাতিল নিয়ে আরবিআই-এর রিপোর্ট প্রকাশ হওয়ার পর যখন ঘরে বাইরে চাপের মুখে মোদী সরকার তখন ড্যামেজ কন্ট্রোল করতে এগিয়ে এলেন জেটলি। তিনি জানালেন, প্রায় ৯৯ শতাংশ বাতিল টাকা ফিরে আসার মানে এই নয় যে, সব টাকাই সাদা।

নোট বাতিলে আর কী কী উপকার পেতে চলেছে দেশবাসী, জানালেন মোদী সরকারের এই মন্ত্রী

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সমস্ত টাকা ফেরত আনতে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেইসঙ্গে এটাও কখনই বলা হয়নি যে সমস্ত কালো টাকা উদ্ধার হয়ে গিয়েছে। তিনি বলেন, রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে ১৭ শতাংশ নগদ কমে গিয়েছে। সরকারের অন্যতম লক্ষ্য ছিল নির্বাচনে কালো টাকার ব্যবহার আটকানো।

[আরও পড়ুন:'কালো টাকা উদ্ধার নয়, ইমেজ তৈরিই উদ্দেশ্য', মোদী-নিশানায় এক সুর পার্থ-অধীরের][আরও পড়ুন:'কালো টাকা উদ্ধার নয়, ইমেজ তৈরিই উদ্দেশ্য', মোদী-নিশানায় এক সুর পার্থ-অধীরের]

মোদীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে অরুণ জেটলি জানান, নোট বাতিলের ফলে যে বিপর্যয় নেমে আসতে পারে তা আগে-ভাগেই জানা ছিল। কিন্তু এই সিদ্ধান্তের লাভ সুদূর প্রসারি হবে। দেশের অর্থনীতির আখেরে লাভই হবে বলে এদিনও দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নোট বাতিলে আর কী কী উপকার পেতে চলেছে দেশবাসী, জানালেন মোদী সরকারের এই মন্ত্রী

মঙ্গলবারই আরবিআই-এর বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ৮ কোটি ৯০ লক্ষ ১ হাজারের নোট ব্যাঙ্কিং সিস্টেমে জমা পড়েনি। যা মোট ৬৩২.৬ কোটির মাত্র ১ শতাংশ। ফলে যদি ধরে নেওয়া যায় এই টাকাটা কালো টাকা, তাহলে মাত্র ১ শতাংশের জন্য এতবড় ঘটনা কী করে ঘটাল মোদী সরকার, এই প্রশ্নই তুলছেন বিরোধীরা।

English summary
Not all deposited money are legitimate, says Arun Jaitley defending demonitisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X