For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশীয় বাজার চাঙ্গা করতে নয়া উদ্যোগ, ১২,০০০টাকার নিচে চিনা মোবাইলের ওপর বিধি নিষেধের সম্ভাবনা

দেশীয় বাজার চাঙ্গা করতে নয়া উদ্যোগ, ১২,০০০টাকার নিচে চিনা মোবাইলের ওপর বিধি নিষেধের সম্ভাবনা

Google Oneindia Bengali News

ভারত চিনা সংস্থার ১২ হাজার টাকা বা তার থেকে কম দামি মোবাইল ফোনের বিক্রির ওপর একাধিক বিধি নিষেধ জারি করতে চলেছে বলে জানা গিয়েছে। ভারতে আভ্যন্তরীণ বাণিজ্যে ব্যাপক পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে। দেশীর বাজারকে চাঙ্গা করতে ভারত সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানা গিয়েছে।

দেশীয় বাজারকে চাঙ্গা করতে বিধি নিষেধ

দেশীয় বাজারকে চাঙ্গা করতে বিধি নিষেধ

সস্তার মোবাইলে বিক্রির ক্ষেত্রে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার। সে বাজার চিনের মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলো বেশিরভাগটা জুড়ে রয়েছে। শাওমি, রিয়েলমি, ভিভোর মতো সংস্থাগুলো যে হারে ভারতের বাজার ছেয়ে রয়েছে, যার ফলে আভ্যন্তরীণ বাণিজ্য অনেকাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দেশের মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলো ক্ষতির মুখে পড়ছে। করোনা মহামারীর ব্যাপক প্রভাব দেশীর বাণিজ্যগুলোতে পড়তে শুরু করেছে। তবে এই বিষয়ে এখনই চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলোর ভারতীয় শাখা কোনও বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের জেরে মাইক্রোম্যাক্স ও লাভার মতো ভারতীয় মোবাইল প্রস্তুত কারক সংস্থাগুলো লাভের মুখ দেখতে পারে।

বিপাকে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা

বিপাকে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা

এই সিদ্ধান্তের জেরে শাওমি, রিয়েলমি, অপ্পো, ভিভোর মতো সংস্থাগুলো বিপাকে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। চিনের এই সংস্থাগুলো ভারতের সস্তা মোবাইলের বেশিরভাগ জায়গা দখল করেছে। সংস্থার লাভের পরিমাণ ভারতের ওপর অনেকাংশে নির্ভর করে। জুন ২০২২ পর্যন্ত চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের বিক্রয়ের এক তৃতীয়াংশ দখল করে রেখেছিল ১২,০০০ টাকা বা নিচের মোবাইলের বাজায়। সেখানে ৮০ শতাংশ চিনা সংস্থাগুলোর অবদান রয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই এই ধরনের বিধিনিষেধের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

অর্থ পাচারের অভিযোগ

অর্থ পাচারের অভিযোগ

সোমবার হংকংয়ের শেয়ার মার্কেটে শাওমির শেয়ারের পতন হয়েছে। শাওমির শেয়ারে পতন প্রায় ৩.৫ শতাংশ। যার ফলে চলতি বছরে শাওমির বাজারের ৩৫ শতাংশ পতন হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ভারতের বাজারে শাওমি, অপ্পো, ভিভোর মতো চিনা সংস্থাগুলোর বিরুদ্ধে নয়াদিল্লি অর্থ পাচারের অভিযোগ এনেছে। যে হারে সংস্থাগুলো লাভবান হচ্ছে, তার ভিত্তিতে সংস্থাগুলো কর ফাঁকি দিচ্ছে ও অর্থ দেশের বাইরে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। তবে চিনা সংস্থার সস্তা মোবাইলের বাজারের ওপর বিধি নিষেধ জারি করতে কেন্দ্র কী সিদ্ধান্ত নিতে পারে, সেই বিষয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে দামি মোবাইলের ওপর কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, মূলত, ১২ হাজারের কম মূল্যের মোবাইলে বিক্রির বিষয়ে চিনা সংস্থার ওপর বিধি নিষেধ জারি করা হতে পারে।

English summary
India seeks to oust below 12000 rupees china mobile phone from market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X