For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিসেম্বরে পরিষেবা শিল্পে ব্যাপক বৃদ্ধি! বিপরীতে কর্মসংস্থান পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন হওয়ায় প্রশ্ন

এস অ্যান্ড পি গ্লোবাল ইন্ডিয়া সার্ভিসেস পার্চেজিং ম্যানেজারস ইনডেক্স অনুসারে ডিসেম্বর ২০২২-এ পরিষেবা শিল্পে ব্যাপক বৃদ্ধি হয়েছে। যেখানে নভেম্বরের সূচক ছিল ৫৬.৪, সেখানে ডিসেম্বরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮.৫। ডিসেম্বর ছিল

  • |
Google Oneindia Bengali News

এস অ্যান্ড পি গ্লোবাল ইন্ডিয়া সার্ভিসেস পার্চেজিং ম্যানেজারস ইনডেক্স অনুসারে ডিসেম্বর ২০২২-এ পরিষেবা শিল্পে ব্যাপক বৃদ্ধি হয়েছে। যেখানে নভেম্বরের সূচক ছিল ৫৬.৪, সেখানে ডিসেম্বরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮.৫।

ডিসেম্বর ছিল এমন একটি মাস যেখানে পরপর ১৭ তম মাসে পরিষেবা সংস্থাগুলির জন্য অর্ডার বৃদ্ধি পেয়ে। ২০২২-এর মাঝামাঝি সময় থেকে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাজের গতি বেড়েছে। বেড়েছে ব্যবসায়িক কার্যকলাপের সূচকও।

ডিসেম্বরে পরিষেবা শিল্পে ব্যাপক বৃদ্ধি! বিপরীতে কর্মসংস্থান পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন হওয়ায় প্রশ্ন

পরিষেবা ক্ষেত্রে ডিসেম্বরে ব্যাপক বৃদ্ধির রিপোর্ট করেছে ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পিএমআই। এস অ্যান্ড পি গ্লোবাল কম্পোজিট পিএমআই আউটপুট ইনডেক্স নভেম্বরে ৫৬.৭ থেকে ডিসেম্বরে ৫৯.৪ হয়েছে। যা জানুয়ারি ২০১২-র প্রায় ১১ বছর পরে দ্রুততম বৃদ্ধি।

রিয়েল এস্টেট এবং বিজনেস সার্ভিসেস ডিসেম্বরে ধীরগতির সম্প্রসারণ দেখেছে। ২০২২-এর নভেম্বরে ইনপুট খরচের মুদ্রাস্ফীতি বেড়েছে। সংস্থাগুলির তরফে মজুরির চাপ, শক্তি, খাদ্য এবং পরিবহণে বেশি খরচের কথা উল্লেখ করা হয়েছে।

কনজিউমার সার্ভিসেসগুলির ইনপুট মুদ্রাস্ফীতির জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় আর্থিক এবং বিমা পরিষেবা সংস্থাগুলি তাদের চার্জ পরপর দ্বিতীয় মাসে সর্বাধিক বাড়িয়েছে।

ব্যবসার বৃদ্ধির সঙ্গে আউটপুট বৃদ্ধির ফলে পরিষেবা ক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি জারি রয়েছে। যদিও কর্মসংস্থান তৈরির পরিমাণ পাঁচ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছে। যদিও সামগ্রিক পজিটিভ সেন্টিমেন্ট গড়ের থেকে বেশি ছিল। ২০২৩-এর ক্ষেত্রে কোম্পানিগুলি আশাবাদী হওয়ার বার্তা দিয়েছে। প্রায় ৩১ শতাংশ ক্ষেত্রে বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তুলনায় ২ শতাংশ ক্ষেত্রে সংকোচনের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে এক্ষেত্রে মুদ্রাস্ফীতি প্রভাব মিশ্র। ইনপুট দ্রুত বাড়লেও চার্জের বৃদ্ধি ছিল সংযত। পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এনার্জি, ফুড স্টাফ এবং ট্রান্সপোর্ট খরচের চাপের কথা জানিয়েছে। বেশ কয়েকটি কোম্পানি আবার তাদের ক্লায়েন্টদের মাধ্য বাড়তি খরচ তুলে নেওয়ার পথ নিয়েছে। অগাস্টের পর থেকে সামগ্রিকভাবে বিক্রি বেড়েছে।

Job News: কেন্দ্রীয় সংস্থা NCDC-তে লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ! মাসিক বেতন ৫০ হাজার টাকাJob News: কেন্দ্রীয় সংস্থা NCDC-তে লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ! মাসিক বেতন ৫০ হাজার টাকা

English summary
Heavy growth in the service industry in December, Question on employment is lowest in five months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X