For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FD Latest News: সরকারি সংস্থাতেই সুদের হার ৮.৫%, বিস্তারিত জেনে নিন

নিজের সঞ্চিত অর্থ সবাই রাখতে চান নিরাপদ জায়গায়। যেখান থেকে মাস গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা সুদ (interest) হিসেবে আসবে, আবার টাকাও থাকবে নিরাপদে (Secure Investment)। এব্যাপারে পোস্ট অফিস, বিভিন্ন রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের প

  • |
Google Oneindia Bengali News

নিজের সঞ্চিত অর্থ সবাই রাখতে চান নিরাপদ জায়গায়। যেখান থেকে মাস গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা সুদ (interest) হিসেবে আসবে, আবার টাকাও থাকবে নিরাপদে (Secure Investment)। এব্যাপারে পোস্ট অফিস, বিভিন্ন রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি নামী বেসরকারি ব্যাঙ্কগুলি এগিয়ে রয়েছে। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলিতে সুদের হার ক্রমশ কমছে, যদিও তার মধ্যে কেউ কেউ একটু বেশি সুদও দিচ্ছে।

সুদের হার ৮ থেকে ৮.৫ শতাংশ

সুদের হার ৮ থেকে ৮.৫ শতাংশ

যেখানে সাধারণ সুদের হার ২ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে সেখানে তামিলনাড়ু সরকারের অধীনস্থ দুটি সংস্থা তামিলনাড়ু পাওয়ার ফিনান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকটার এবং তামিলনাড়ু ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন ফিক্সড ডিপোজিটে উল্লেখযোগ্য বেশি হারে সুদ দিচ্ছে। দুটি সংস্থাই সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৮ শতাংশ হারে এবং বয়স্ক নাগরিকদের জন্য ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।

সরকারি সংস্থা হওয়ায় ভয় কম

সরকারি সংস্থা হওয়ায় ভয় কম

দুটি সংস্থাই যেহেতু সরকারি মালিকানায়, সেই কারণে এই টাকা বাংলার চিটফান্ডগুলির মতো হবে না তা বলেই দেওয়া যায়। এছাড়াও সরকারি এই দুটি সংস্থাই দাবি করছে, তারা সুরক্ষিতভাবেই বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে।

রিজার্ভ ব্যাঙ্কে নথিভুক্ত

রিজার্ভ ব্যাঙ্কে নথিভুক্ত

এই দুটি সংস্থাই রিজার্ভ ব্যাঙ্কে নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি হিসেবে নথিভুক্ত। তামিলনাড়ু পাওয়ার ফিনান্স নির্দিষ্ট পরিমাণ টাকার ওপরে যৌগিক সুদ দিয়ে থাকে। এর জন্য সময়সীমা রয়েছে ১২ মাস থেকে ৬০ মাসের মতো। মাসিক কিংবা ত্রৈমাসিক ভিত্তিকে বিনিয়োগকারীদের সুদ দিয়ে থাকে তারা।

 ভিন্ন সময়ের জন্য ভিন্ন সুদ

ভিন্ন সময়ের জন্য ভিন্ন সুদ

তবে একবছর অর্থাৎ ১২ মাস সময়ের জন্য এই সরকারি অধিনস্ত সংস্থা গ্রাহকদের সুদ দিয়ে থাকে ৭ শতাংশ। যদি সময়সীমা ২৪ মাস হয়, তাহলে সুদের হার ০.২৫ শতাংশ বেশি। যদি সময়সীমা ৩ বছর অর্থাৎ ৩৬ মাস হয়, তাহলে সুদের হার ৭.৭৫ শতাংশ। যদি টাকা ৫ বছরের জন্য রাখা যায়, তাহলে সুদের হার অনেকটাই বেশি, ৮ শতাংশ।
অন্যদিকে বয়স্ক নাগরিকদের জন্য ১২ মাসের সুদের হার ৭.২৫ শতাংশ। পরের ধাপগুলিতেও ০.২৫ শতাংশ করে বেশি সুদ দেওয়া হয় বয়স্ক নাগরিকদের। আর ৫ বছর সময়সীমার জন্য সুদের হার ৮.৫ শতাংশ। এতো গেল তামিলনাড়ু পাওয়ার ফিনান্সের কথা। এবার আসা যাক তামিলনাড়ু ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন নিয়ে। এদের সংস্থায় টাকা রাখতে গেলে ন্যূনতম ২ বছরের জন্য টাকা রাখতে হবে। যেখানে সুদের হার ৭.২৫ শতাংশ। সুদের হার ০.৫ শতাংশ বাড়বে যদি টাকা তিন বছরের জন্য রাখা হয়। আর ৫ বছরের জন্য টাকা রাখতে সুদের হার ৮ শতাংশ। বয়স্ক নাগরিকদের জন্য প্রত্যেক ধাপেই সুদের হার ০.২৫ শতাংশ করে বেশি।

PAC-র চেয়ারম্যান নিয়োগে 'বেআইনি কাজ'! সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ অধ্যক্ষ, পর্যবেক্ষণ হাইকোর্টেরPAC-র চেয়ারম্যান নিয়োগে 'বেআইনি কাজ'! সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ অধ্যক্ষ, পর্যবেক্ষণ হাইকোর্টের

English summary
As rate of interest is decreasing in various organisations including Banks Govt backed two organisation in Tamilnadu is giving 8.5% interest on FD's for five year term for senior citizens.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X