For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবীপক্ষে সুখবর, দিওয়ালিতেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

দিওয়ালিতেই সম্ভবত কমতে চলেছে পেট্রোল- ডিজেলের দাম, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

দেবীপক্ষের সূচনায় আমজনতার জন্য সুখবর বয়ে আনলেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী। দিওয়ালিতেই সম্ভবত কমতে চলেছে পেট্রোল- ডিজেলের দাম। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

 দেবীপক্ষে সুখবর, দিওয়ালিতেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

মঙ্গলবার অমৃতসরে একটি অনুষ্ঠানে এসে তিনি জানান, আমেরিকায় একের পর এক ঘূর্ণিঝড়ের ফলে তেলের উৎপাদন প্রায় ১৩ শতাংশ কমে গিয়েছে। যার জেরে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে অপরিশোধিত তেলের। ভারতের বাজারেও তার যথেষ্ট প্রভাব পড়েছে বলেই জানিয়েছেন পেট্রোলিয়ামমন্ত্রী। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দামের মার্জিন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তেল সংস্থাগুলির মার্জিন কেন্দ্রীয় সরকারই ঠিক করে।

 দেবীপক্ষে সুখবর, দিওয়ালিতেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

এদিন তিনি আরও একবার পেট্রোল, ডিজেলকে জিএসটি-র আওতাভুক্ত করার পক্ষে সওয়াল করেন। জ্বালানিকেও জিএসটি-র আওতায় নিয়ে আসা হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। এতে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী।

[আরও পড়ুন: যারা পেট্রোল কিনতে পারে, তাদের অনাহারে দিন কাটে না, মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আমজনতা][আরও পড়ুন: যারা পেট্রোল কিনতে পারে, তাদের অনাহারে দিন কাটে না, মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আমজনতা]

গত দু মাসে পেট্রোলের দাম ৭ টাকারও বেশি বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারকে কোনঠাসা করতে ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা। গত তিন বছরে পেট্রোলের দাম এতটা কখনও বাড়েনি বলেই দাবি বিরোধীদের।

English summary
The sky rocketing price of fuel may come down by Diwali, says Petroleum minister Dharmendra Pradhan, he seems hopeful of fuel come under GST.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X