For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Railway Budget: ভারতীয় রেলে ২.৪০ লাখ কোটি টাকা বরাদ্দ করে নয়া ইতিহাস মোদী সরকারের

ভারতীয় রেলে বরাদ্দের ক্ষেত্রে নয়া একটা দিক খুলে দিলেন মোদী সরকার। বরাদ্দের নিরিখে গত কয়েকবছরের হিসাব বদলে দিয়েছেন নির্মলা সীতারমণ। তবে ভাড়া কিংবা ট্রেন নিয়ে কী বড় ঘোষণা রয়েছে রেল বাজেটে?

  • |
Google Oneindia Bengali News

Railway Budget 2023: দেশজুড়ে ভারতীয় রেলে ব্যাপক উন্নতি হবে! রেলওয়ে অন্তত ১০০ টি নতুন যোজনার শুরু হতে চলেছে বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ বুধবার একাধিক ইস্যুতে মাথায় রেখে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বিশেষ করে আগামী বছর লোকসভাকে মাথায় রেখে পেশ হচ্ছে এই বাজেট। এই অবস্থায় ভারতীয় রেলে গতি আনতে চায় মোদী সরকার।

আর তাই নতুন যোজনার জন্যে ৭৫ কোটি টাকা ফান্ডের ঘোষণা করা হয়েছে। বেসরকারি খাতের সহায়তায় ১০০টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে। যার উপর পরবর্তী কাজ করা হবে বলেও এদিন জানিয়েছেন নির্মলা সীতারমণ।

রেলের জন্যে সবথেকে বেশি বরাদ্দের ঘোষণা।

রেলের জন্যে সবথেকে বেশি বরাদ্দের ঘোষণা।

আর এর মধ্যেই আজ বাজেট ঘোষণা করেন নির্মলা সীতারমণ। ২০২৩-২৪ এর বাজেট পেশ করলেন তিনি। আর এই বাজেটে ভারতীয় রেলের জন্যে 2.4 লাখ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণা ভারতীয় রেলের জন্যে সবথেকে বেশি বরাদ্দের ঘোষণা। এছাড়াও ভারতীয় রেলের জন্যে এই বাজেট 2013-14 সালের রেলবাজেট থেকে ৯ গুন বেশি। বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় রেলের জন্যে এই ঘোষণায় নানা ভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ।

গতবারে কেমন ছিল বাজেট

গতবারে কেমন ছিল বাজেট

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলমন্ত্রককে (Ministry of Railways) গত বছর অর্থাৎ ২০২২ সালে মোট 140367.13 টাকা দেওয়া হয়েছিল। গত বছরের বাজেটে দেখা গিয়েছিল রেলওয়ে বাজেটে সরকার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বাজেট অনেকটাই বাড়ায় সরকার। তখন রেলের বাজেট বেড়ে হয় ২০ হাজার কোটি টাকারও বেশি। একই সঙ্গে সেই সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করে আগামী তিন বছরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রেলে করা হবে। একই সঙ্গে ৪০০ বন্দেভারতের কথাও ঘোষণা করা হয়।

ফাস্ট ট্রেনের দিকে বিশেষ নজর

ফাস্ট ট্রেনের দিকে বিশেষ নজর

আর্থিক সমীক্ষা ২০২৩-২৩ মোতাবেক রেলওয়ে পরিকাঠামো বদলের একটি বড় কারণ হল সরকার কর্তৃক তহবিল বরাদ্দের উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়াও সমীক্ষাতে করোনা সংক্রমণের সময় যাত্রী এবং অন্যান্য ক্ষেত্রে রেল যেভাবে কাজ করেছে তা প্রশংসাযোগ্য। এছাড়াও সমীক্ষা বলছে গোটা দেশজুড়ে আরও বেশি করে গতিশীল ট্রেন নিয়ে আসা হবে এবং তাতে যাত্রার গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে সমীক্ষাতে।

যাত্রী পরিষেবায় বড় প্রাপ্তি রেলের

যাত্রী পরিষেবায় বড় প্রাপ্তি রেলের

করোনা সংক্রমণের আগে (2019-20) যাত্রী পরিষেবা থেকে ভারতীয় রেলের প্রাপ্তি ছিল ৮০৯ কোটি টাকা। যা 2020-21 সালে কমে 125 কোটি টাকা হয়েছে। 2021-22 সালে এই সংখ্যা বেড়ে 351.9 কোটি টাকা হয়েছে। বলে রাখা প্রয়োজন, চলতি অর্থ বছরে যাত্রী সংখ্যায় একটি শক্তিশালী বৃদ্ধি হয়েছে। অন্যদিকে ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের মধ্যে পরিবহণের ক্ষেত্রে রেল মোটা অঙ্কের আয় করেছে।

<strong>বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে</strong>বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

English summary
Finance minister says 2.40 Lakh Crore to be Allocated for railway in union budget 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X