For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটির কতটা প্রভাব আম-আদমির ওপর, কিসের দাম বাড়ল, কিসের কমল, প্রকাশিত হল চূড়ান্ত তালিকা

পয়লা জুলাই থেকে জিএসটি প্রযোজ্য কোন কোন পণ্যে তার তালিকা প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস। অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসকেই যেমন জিএসটির আওতায় হয়নি তেমনই বহু আবশ্যিক সামগ্রীর ওপরই জি

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

পয়লা জুলাই থেকেই দেশজুড়ে চালু হতে চলেছে জিএসটি। যদিও পশ্চিমবঙ্গ এখনও জিএসটি-র জন্য প্রস্তুত নয় বলে আগেই জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের আপত্তি মেনে নিয়ে কেন্দ্রীয় সরকারও জিএসটি নিয়ে নরম মনোভাব দেখিয়েছে। পয়লা জুলাই থেকে সামনের বছরের পয়লা মার্চ পর্যন্ত ট্রানজিশন পিরিয়ড হিসেবেই ধরা হবে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে জিএসটি -র হার সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস। জিএসটি ফর কমন ম্য়ান শীর্ষক এই তালিকায় কোন কোন পন্য়ের ওপর কত শতাংশ জিএসটি চাপবে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।

প্রতীকী ছবি, গ্রাফিক্স- ইন্দ্রাণী সরকার

জিএসটির আওতায় আসছে না
প্যাকেটবন্দি নয় এমন শষ্য,গুড়,দুধ,দই, লস্যি,পনির, ডিম, মধু, ব্র্যান্ডেড নয় এমন আটা, ময়দা, বেসন,নুন,গর্ভ নিরোধক, কাঁচা পাট, কাঁচা রেশম

জিএসটি-র আওতায় আসছে না যে সমস্ত পরিষেবা
শিক্ষা ও স্বাস্থ্য

৫ শতাংশ জিএসটি প্রযোজ্য হচ্ছে যে সমস্ত পণ্যে
চিনি, চা,রোস্টেড কফি বিনস, ভোজ্য তেল, গুঁড়ো দুধ, বাচ্চাদের দুধ,প্যাকড পনির, সুতো,ফ্যাব্রিক,ঝাড়ু, ৫০০ টাকা পর্যন্ত জুতো,নিউজপ্রিন্ট,গণবণ্টন ব্যবস্থা (রেশন), বাড়ির ব্যবহারের এলপিজি, কয়লা, সোলার সেল ও প্য়ানেল,সুতির কাপড়, ১০০০ টাকা পর্যন্ত জামাকাপড়

১২ শতাংশ জিএসটি প্রযোজ্য হচ্ছে যে সমস্ত পণ্যে
ঘি, মাখন, মোবাইল ফোন,কাজু বাদাম,বাদাম, সসেজ, প্যাকেটবন্দি ফলের রস, প্যাকেটবন্দি ডাবের জল, ধূপকাঠি, ছাতা,১০০০ টাকার উর্দ্ধে জামাকাপড়

১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হচ্ছে যে সমস্ত পণ্যে
মাথার তেল, সাবান, টুথপেস্ট, পাস্তা, কর্নফ্লেক্স, জ্যাম, স্যুপ, আইসক্রিম, টিস্যু পেপার, লৌহ বা স্টিল, ফাউন্টেন পেন, কম্পিউটার, মানব নির্মিত ফাইবার, ৫০০ টাকার উর্দ্ধে জুতো

২৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হচ্ছে যে সমস্ত পণ্যে
অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায় এমন সামগ্রী, সিমেন্ট, চুইং গাম, কাস্টার্ড পাউডার, সুগন্ধী, শ্যাম্পু, মেক আপের সামগ্রী, আতশবাজি, মোটরসাইকেল

কেন্দ্রীয় সরকারের দাবি, জিএসটি চালু হলে সব জিনিসেরই দাম যে বাড়বে এমনটা নয়। এখন আমজনতা আদৌ উপকৃত হবে কিনা, সেটাই দেখার ।

English summary
The Central Board of Excise and Customs (CBEC), has released a list of GST rates - titled "GST for common man."
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X