For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোটবাতিল জিএসটি-র পর বেড়েছে গৃহস্থের সঞ্চয়, জানাল আর্থিক সমীক্ষা

২০১৭-১৮ সালের আর্থিক সমীক্ষা ঘোষণা করেছে কেন্দ্র। সমীক্ষায় দেখা গিয়েছে, নোটবাতিলও জিএসটির পরবর্তী সময়ে বেড়েছে করদাতার সংখ্যা।

  • |
Google Oneindia Bengali News

২০১৭-১৮ সালের আর্থিক সমীক্ষা ঘোষণা করেছে কেন্দ্র। সমীক্ষায় দেখা গিয়েছে, নোটবাতিলও জিএসটির পরবর্তী সময়ে বেড়েছে করদাতার সংখ্যা। আর যার ফলে গৃহস্থে সেভিংস -এর পরিমাণ বাড়ছে বলে দাবি কার হয়েছে আর্থিক সমীক্ষার রিপোর্টে। এই সমীক্ষা রিপোর্ট তৈরি করেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মমণ্য ও তার দল।

নোটবাতিল জিএসটি-র পর বেড়েছে গৃহস্থের সঞ্চয়, জানাল আর্থিক সমীক্ষা

[আরও পড়ুন:সংসদে পেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট, জিডিপি বাড়বে ৭.৫ শতাংশ হারে, জানুন কী বললেন জেটলি][আরও পড়ুন:সংসদে পেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট, জিডিপি বাড়বে ৭.৫ শতাংশ হারে, জানুন কী বললেন জেটলি]

সমীক্ষায় দেখা গিয়েছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ভারতীয় অর্থনীতিতে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে। যা থেকে উঠে এসেছে নতুনবেশ কিছু তথ্য। দেখা গিয়েছে, পরোক্ষ করদাতার সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে । ব্যক্তিগত ইনকাম ট্যাক্স ফাইলার্সদের সংখ্যায় ১৮ লাখ মানুষ সংযুক্ত হয়েছেন। এই পরিসংখ্যান ২০১৬ সাল থেকে হিসাব করা হয়েছে।

এছাড়াো দেখা গিয়েছে, আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে গৃহস্থের মোট সঞ্চয়ও বেড়ে গিয়েছে। আর এই সমস্তর নেপথ্যে রয়েছে নোট বাতিলের সিদ্ধান্ত। প্রতিমাসে অন্তত ০.৮ শতাংশ হারে নতুন করদাতাদের সংখ্য়া বাড়ছে। যা বর্তমান আর্থিক পরিস্থিতিতে প্রাসঙ্গিক।

[আরও পড়ুন: বাজেট অধিবেশনের ভাষণে আর্থিক ও সামাজিক উন্নতির পক্ষে সওয়াল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের][আরও পড়ুন: বাজেট অধিবেশনের ভাষণে আর্থিক ও সামাজিক উন্নতির পক্ষে সওয়াল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের]

English summary
The Economic Survey 2017-18 highlighted that there has been a rise in the number of taxpayers post demonetisation and implementation of Goods and Services Tax (GST) regime.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X