For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটের জন্য প্রস্তাব, সমস্যায় পড়তে পারেন ধূমপায়ী এবং সুরাপ্রেমীরা

বাজেটের জন্য প্রস্তাব, সমস্যায় পড়তে পারেন ধূমপায়ী এবং সুরাপ্রেমীরা

  • |
Google Oneindia Bengali News

শুল্কমুক্ত মদের ক্ষেত্রে নয়া নিষেধাজ্ঞা আরোপের পথে সরকার। বাণিজ্য মন্ত্রক সূত্রে এমনটাই খবর। বাণিজ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, শুল্ক মুক্ত দোকান থেকে যেন কাউকে একটা বোতল মদ বিক্রি করা হয়। অপরিহার্য পণ্য নয় এমন পণ্যের আমদানি হ্রাস করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

শুল্ক মুক্ত মদ, সিগারেটে 'বাধা'

শুল্ক মুক্ত মদ, সিগারেটে 'বাধা'

বাণিজ্য মন্ত্রকের তরফে সুপারিশে বলা হয়েছে, শুল্ক মুক্ত দোকান থেকে যেন কাউকে একটা বোতল মদ বিক্রি করা হয়। অপরিহার্য পণ্য নয় এমন পণ্যের আমদানি হ্রাস করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুল্কমুক্ত দোকানে সিগারেটের কার্টন কেনা নিষিদ্ধ করা উচিত বলে তারা অর্থমন্ত্রকের কাছে সুপারিশ করেছে।

সুপারিশ নির্মলা সীতারমনের কাছে

সুপারিশ নির্মলা সীতারমনের কাছে

বাণিজ্যমন্ত্রকের এই সুপারিশগুলি দেখা যেতে পারে আগামী ১ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় বাজেটে। ওই দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করবেন। সূত্রের খবর অনুযায়ী, এমন দেশ রয়েছে যেখানে আন্তর্জাতিক যাত্রীদের জন্য এক লিটার অ্যালকোহল দেয় এবং সেই পদ্ধতি ভারতে গ্রহণ করা যেতে পারে।

 বর্তমানে সুবিধা

বর্তমানে সুবিধা

বর্তমানে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যাত্রীরা দু লিটার অ্যালকোহল এবং এক কার্টন সিগারেট কিনতে পারেন এই ধরনের দোকানগুলি থেকে। শুল্কমুক্ত দোকান থেকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যাত্রীরা কোনও আমদানি শুল্ক না দিয়ে সাধারণভাবে ৫০ হাজার টাকার পণ্য কিনতে পারেন। বাণিজ্য মন্ত্রকের তরফে সুপারিশ করা হয়েছে, মেক ইন ইন্ডিয়ার প্রচার আর উৎপাদনকে বৃদ্ধি করতে কাগজ, জুতো, রবারেই জিনিস এবং খেলনার মতো পণ্যের শুল্ক বাড়াতে।

অপ্রয়োজনীয় পণ্য আমদানি কমাতে নজর

অপ্রয়োজনীয় পণ্য আমদানি কমাতে নজর

বাণিজ্যমন্ত্রক প্রস্তাব সম্পর্কে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার অপ্রয়োজনীয় পণ্য আমদানি কমাতে চায়। সেই জন্যই বিভিন্ন উপায় ভেবে দেখা হচ্ছে।

English summary
Commerce Ministry has recommended restriction on purchase of tax free alcohol and cigarette cartoons. These would be unveiled by finance minister Nirmala Sitharaman on February 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X