ভোডাফোনের পর এবার এয়ারটেলে বাড়ছে মাসুল! ৩ ডিসেম্বর কার্যকর
ভোডাফোন-আইডিয়ার পর এবার ভারতী এয়ারটেল। ৩ ডিসেম্বর থেকে প্রি-পেড গ্রাহকদের জন্য কলচার্জ বাড়ানোর কথা জানিয়েছে তারা। এদিন ভারতী এয়ারটেল তাদের সংশোধিত শুল্কের কথাও জানিয়েছে। মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকরী হবে বলে জানানো হয়েছে।

ভারতী এয়ারটেলে নতুন যে শুল্কের কথা বলা হয়েছে, তা বর্তমান শুল্কের সঙ্গে তুলনা করলে ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হচ্ছে। প্রতি দিনের হিসেবে তা ৫০ পয়সা থেকে ২.৮৫ পয়সা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এর সঙ্গে এয়ারটেলের তরফে জানানো হয়েছে, তারা বেশ কিছু সুবিধাও দেবে। যার মধ্যে রয়েছে ১০ হাজার চলচ্চিত্র, এক্সক্লুসিভ শো, ৪০০ টিভি চ্যানেল। ডিভাইস প্রোটেকশন, অ্যান্টিভাইরাস প্রোটেকশনও রয়েছে এর মধ্যে।
এর আগে রবিবারই অপর টেলিকম অপারেটর ভোডাফোনের তরফ থেকে নতুন প্ল্যানের কথা ঘোষণা করা হয়েছিল। তাদের ক্ষেত্রে কলচার্জ কিংবা ডেটা চার্জ ৩ ডিসেম্বর থেকে ৪২ শতাংশ দামি হয়ে যাচ্ছে।
গত ৪ বছরে এটাই প্রথমবারের জন্য মোবাইল শুল্ক বর্ধিত হতে যাচ্ছে।
এছাড়াও ভোডাফোন আইডিয়া অন্য অপারেটরের থাকা ফোন নম্বরে করা ফোনের ক্ষেত্রে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে কর ধার্ষ করেছে।