For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশি বিনিয়োগ নিরিখে গোটা বিশ্বের মধ্যে নবম স্থানে রয়েছে ভারত, জানাচ্ছে জাতিসংঘ

বিদেশি বিনিয়োগ নিরিখে গোটা বিশ্বের মধ্যে নবম স্থানে রয়েছে ভারত, জানাচ্ছে জাতিসংঘ

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালে বিদেশি বিনিয়োগের নিরিখে গোটা বিশ্বের মধ্যে নবম স্থানে রয়েছে ভারত। সেই সময় ভারতে প্রায় ৫১ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হয় বলে জানাচ্ছে জাতিসংঘের ব্যবসাবাণিজ্য সংক্রান্ত বিভাগ। একইসাথে মহামারি পরবর্তী সময়ে ভারতে বিদেশি বিনিয়োগে বিশেষ ভাটা পড়বে না বলেই মত তাদের।

করোনা পরবর্তী সময়েও ভারতে হবে বিদেশি বিনিয়োগ

করোনা পরবর্তী সময়েও ভারতে হবে বিদেশি বিনিয়োগ

সোমবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে(ইউএনসিটিএডি)-এর একটি রিপোর্ট করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির দিকেই ইঙ্গিত করেছে। রিপোর্ট অনুযায়ী, ভারতের বিশাল বাজার সরাসরি বিদেশি বিনিয়োগ(এফডিআই)-কে আকর্ষণ করতে সক্ষম। ২০১৮ সালে ভারতে এফডিআইয়ের পরিমাণ ছিল প্রায় ৪২ বিলিয়ন ডলারের কাছাকাছি। সেই সময় এই ক্ষেত্রে শীর্ষ ২০টি দেশের তালিকায় ভারত ১২ নম্বরে ছিল বলে জানা যাচ্ছে।

বিশ্বব্যাপী এফডিআইয়ে ঘাটতির সম্ভাবনা

বিশ্বব্যাপী এফডিআইয়ে ঘাটতির সম্ভাবনা

জাতিসংঘের ওই রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী এফডিআইয়ে প্রায় ৪০% ঘাটতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ২০০৫-এর পর এই প্রথম বিশ্বব্যাপী এফডিআইয়ের পরিমাণ ৭৬ লক্ষ কোটির নীচে নামতে চলেছে। ৭০ শতাংশেরও বেশি অভ্যন্তরীণ স্টক নিয়ে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত উপমহাদেশের সর্বাধিক বড় দেশ। পাশাপাশি এই ক্ষেত্রে চলতি অর্থবর্ষে প্ৰথম ত্রৈমাসিকে গ্রিনফিল্ড বিনিয়োগের মাত্র চার শতাংশ হ্রাস পেয়েছে একই সাথে সংযুক্তি ও অধিগ্রহণের ক্ষেত্রে বেশ কিছুটা অবনমন দেখা গেছে।

ডিজিটাল অর্থনীতিতে উন্নতির সম্ভাবনা

ডিজিটাল অর্থনীতিতে উন্নতির সম্ভাবনা

যদিও রিপোর্ট বলছে, দীর্ঘ সময় ধরে এফডিআইয়ের ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারতের রেকর্ড সবথেকে ভালো এবং করোনা পরবর্তী সময়েও ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে। রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে, ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে বিনিয়োগ হলেও রিয়েল এস্টেট ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে ভারতকে।

গত বছর দক্ষিণ এশিয়া সিংহভাগ বিদেশি বিনিয়োগ আসে ভারতের হাত ধরে

গত বছর দক্ষিণ এশিয়া সিংহভাগ বিদেশি বিনিয়োগ আসে ভারতের হাত ধরে

এদিকে ২০১৯-এ দক্ষিণ এশিয়ায় এফডিআইয়ের মোট বৃদ্ধির সিংহভাগ ছিল ভারতের কারণে। পাশাপাশি ভারতে ডিজিটাল ইকোসিস্টেমের দ্রুত অগ্রগতির ফলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও আগামীতে বিনিয়োগের জোয়ার আসবে। একইসাথে ই-কমার্স সেক্টর গুলি এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে ফ্লিপকার্ট ও জোম্যাটো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে।

লাদাখের আঁচ দক্ষিণ চিন সাগরে! ভারতের বাণিজ্য ও সুরক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই এলাকা?লাদাখের আঁচ দক্ষিণ চিন সাগরে! ভারতের বাণিজ্য ও সুরক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই এলাকা?

English summary
The possibility of foreign investment in India in the aftermath of the Corona crisis, the United Nations said,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X