For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7th Pay Commission: ফ্রোজেন DA/DR কবে দেবে সরকার? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় Update

7th Pay Commission: ফ্রোজেন DA/DR কবে দেবে সরকার? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় Update

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের তরফে সরকারের কাছে ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে দাবি জানানো হয়েছিল। সরকার এব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বকেয়া ডিএ নিয়ে বিবৃতিও দিয়েছে।

বকেয়া ডিএ/ডিআর নিয়ে সরকারের কাছে দাবি

বকেয়া ডিএ/ডিআর নিয়ে সরকারের কাছে দাবি

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এব্যাপারে লিখিত উত্তরে বলেছেন, ডিএ ও ডিআরের ১৮ মাসের বকেয়া নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠন এবং পেনশনারদের সংগঠনের তরফে বিষয়টি নিয়ে দাবিপত্র পেশ করা হয়েছিল। এই সংগঠনগুলির মধ্যে রয়েছে অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন, অল ইন্ডিয়া রিটায়ার্ড রেলওয়ে মেনস ফেডারেশন, ভেটেরান্স অ্যাসোসিয়েশন, ভারতীয় পেনশন মঞ্চ, ন্যাশনাল এক্স সার্ভিসম্যান কোঅর্ডিনেশন কমিটির মতো বিভিন্ন সংগঠন।

 বকেয়া ডিএ/ডিআর নিয়ে সরকারের অবস্থান

বকেয়া ডিএ/ডিআর নিয়ে সরকারের অবস্থান

সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ১৮ মাসের বকেয়া ডিএ/ডিআর নিয়ে কিছু বিবেচনা করছে কিনা, এই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, ডিএ/ডিআর-এর বকেয়া রিলিজ করা সম্ভব নয়। প্রসঙ্গত, কোভিডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের তিন কিস্তি ডিএ এবং ডিআর ফ্রিজ করে দিয়েছিল সরকার।

ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সিদ্ধান্ত

ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সিদ্ধান্ত

সামনের বছরে কেন্দ্রীয় বাজেটের পরে কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে যদি ফিটমেন্ট ফ্যাক্টর তিনবার বাড়ানো হয়, তাহলে অন্য ভাতা ছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হতে পারে ১৮০০০ x ২.৫৭ = ৪৬২৬০ টাকা।

শীঘ্রই পরের ডিএ

শীঘ্রই পরের ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের শেষবার ডিএ বেড়েছে উৎসবের মরসুমের ঠিক আগে, সেপ্টেম্বরের শেষে। সেক্ষেত্রে ১ জানুয়ারি থেকে তাঁদের আরেক কিস্তি মহার্ঘভাতা পাওনা হচ্ছে। ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে সূত্রের খবর।

Rajasthan: বিধানসভা ভোটের আগে গেহলট সরকারের মাস্টার স্ট্রোক, মরুরাজ্যে মেয়েদের জন্য বড় ঘোষণাRajasthan: বিধানসভা ভোটের আগে গেহলট সরকারের মাস্টার স্ট্রোক, মরুরাজ্যে মেয়েদের জন্য বড় ঘোষণা

English summary
When will Central Govt give frozen DA update for Govt Employees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X