২০২১ বার্ষিক রাশিফল : সিংহ রাশি
আর্থিক দিক থেকে উত্থান আর পতনের গল্প লিখতে চলেছে। তবে , আয় সামনের বছরের মাঝামাঝি সময় থেকে বাড়বে। একই সঙ্গে বাড়বে ব্যয়ও। জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাদের আর্থিকভাগ্য তুঙ্গে থাকতে চলেছে। সিংহ রাশির যে সমস্ত জাতকত জাতিকারা অবিবাহিত রয়েছেন, তাঁরা আগামী বছর বিয়ে সম্পন্ন করে নিতেই পারেন! কারণ ,রাশিফলের গণনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। যাঁরা প্রেমের মধ্যে রয়েছেন, তাঁরা সম্পর্ক রক্ষার জন্য সঙ্গীকে আরও সময় দিন। সম্পর্কে জটিলতার থাকলে তা সেপ্টেম্বরের পর থেকে কেটে যাবে।


রোম্যান্সের ক্ষেত্রে ২০২১ আপনার জীবনে বড় দরজা খুলে দেবে। প্রেম পরতে পরতে উপভোগ করার আনন্দ আপনি ২০২১ সালে পাবেন। এপ্রিল থেকে জুন মাস প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ২০২১ সালের মাঝের সময়টায় আপনার প্রেমের বিষয়ে আপনাকে সংবেদনশীল হতে হবে। যাঁরা সিঙ্গল তাঁরা প্রেমের বিষয়ে অক্টোবরের দিকে সাবধান হোন। কাউকে মনের কথা বলার জন্য ২০২১ সাল সেরা!
২০২১ সালে কিছু বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি জেদি হতে পারেন। নিজের পরিবারের দিকে নজর দিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত আপনি ২০২১ সালে নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কেরিয়ার ও বিবাহিত জীবনের মধ্যে একটি বড় সংঘাত আসন্ন, তার মুখোমুখি হয়ে সমাধান করাই আপনার সামনে বড় চ্যালেঞ্জ হবে। প্রেমের ক্ষেত্র বিলাসিতা বড় জায়গা করে নেবে।
১৪ মার্চ ২০২১ পর্যন্ত অর্থভাগ্যে প্রবল উন্নতি রয়েছে আপনাদের। আয় ও ব্যয়ে সমতা এই বছর থেকে দেখতে পাবেন। ১৪ মার্চের পর তেকে ১৭ এপ্রিল পর্যন্ত সতর্ক থাকতে হবে। স্ত্রী ভাগ্যে উন্নতি রয়েছে।উপার্জন বাড়ানোর যেমন একাধিক রাস্তা খুলে যাবে, তেমনই সমহারে খরচ হবে ২০২১ সালে। একটা সময় খরচে যদি নজর না দেন, তাহলে প্রবল বিপত্তিতে ভুগতে হতে পারে। টাকা সঞ্চয়ে প্রভূত সমস্যা হতে পারে।