For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামান্য উপায় করলেই দূর হবে জীবনে 'সাড়ে সাতী'র প্রভাব, মিলবে শনির কৃপাদৃষ্টি

সামান্য উপায় করলেই দূর হবে জীবনে 'সাড়ে সাতী'র প্রভাব, মিলবে শনির কৃপাদৃষ্টি

Google Oneindia Bengali News

গ্রহচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ মনে করা হয় শনিকে। কর্মের ফল দান করেন শনিদেব। প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে কর্ম ও ন্যায়ের কারক গ্রহ হলেন শনিদেব। কিন্তু পুরাণ অনুসারে শনিদেবের দৃষ্টিকে বক্র বলে মনে করা হয়। অর্থাৎ তাঁর দৃষ্টি অশুভ বলে মনে করেন সকলেই। এর কারণ নিজের স্ত্রী দামিনীর কাছ থেকেই খারাপ দৃষ্টির অভিশাপ পেয়েছিলেন শনিদেব। আর তারপর থেকেই তাঁর প্রভাবকে ভয় পান সকলে। শনি সবথেকে ধীরে নিজের স্থান পরিবর্তন করে থাকেন। তাই তাঁর রাশি বা স্থান পরিবর্তনের প্রভাব খুবই প্রবল হয়ে থাকে। জ্যোতিষ মতে একে 'সাড়ে সাতী' ও 'ঢাইয়া' নাম দেওয়া হয়েছে। আগামী ২৯ এপ্রিল ২০২২ তারিখে শনি আড়াই বছর পর রাশি পরিবর্তন করতে চলেছেন। কিন্তু এর প্রভাব পড়বে সকল রাশির জাতক জাতিকার উপর। জেনে নেওয়া যাক এমন কী উপায় করলে এই প্রভাব থেকে পাওয়া যেতে পারে মুক্তি।

শনি গোচর

শনি গোচর

চলতি মাসে নিজের রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব। আর এই অবস্থানের সঙ্গে সঙ্গেই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে সাড়ে সাতীর প্রভাব। এবং ধনু রাশির জাতক জাতিকারা এর থেকে মুক্তি পাবেন। এমন পরিস্থিতিতে মীন রাশির জাতক জাতিকাদের চিন্তিত হওয়াটাই স্বাভাবিক কারণ এই প্রভাব আগামী সাড়ে সাত বছর স্থায়ী হবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময় মীন রাশির ব্যক্তিদের জন্য প্রয়োজন তাঁরা এখন থেকেই এর কুপ্রভাব এড়াতে কিছু ব্যবস্থা গ্রহণ করা শুরু করুন।

 কর্ম অনুসারে ফল

কর্ম অনুসারে ফল

শনি হলেন এমন এক দেবতা যিনি সকলকে কর্ম অনুসারে ফল দান করে থাকেন। তাই তাঁর ক্রোধ থেকে বাঁচার সর্বোত্তম উপায় হল সৎকর্ম করা। এ জন্য সবচেয়ে কার্যকরী উপায় হল দান করা এবং অসহায়, শ্রমজীবী ​​মানুষদের সাহায্য করা। যাঁরা এই কাজ করেন তাঁদের প্রতি শনিদেব সর্বদা খুশি থাকেন। যাঁদের শনির 'সাড়ে সাতী' ও 'ঢাইয়া' চলছে, তাঁরা শনিবার কোনও দুঃস্থ মানুষকে কালো মাস কলাইয়ের ডাল, কালো কাপড়, কালো তিল এবং কালো ছোলা দান করলে শনিদেব খুব খুশি হন।

 শনির প্রভাব কমানোর উপায়

শনির প্রভাব কমানোর উপায়

শ্রমিক, নারী, প্রতিবন্ধীদের সাহায্য করাও খুব শুভ বলে মনে করা হয়। ভুল করেও তাদের অপমান বা অত্যাচার করা ঠিক নয়। শনির 'সাড়ে সাতী' ও 'ঢাইয়া'র প্রভাব থেকে জীবনে নিস্তার পেতে প্রতি শনিবার কোনও অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালালে অনেক উপকার পাওয়া যায়। এতে অনেক সমস্যা দূর হয় এবং অর্থনৈতিক অগ্রগতি হয়।

 শনি মন্ত্র জপ

শনি মন্ত্র জপ

যাঁদের জীবনে শনিদেবের প্রভাব চলছে তাঁরা শনিবার 'ওম প্রম প্রম প্রণ সহ শনিশ্চরায় নমঃ' কিংবা 'ওম শনিশ্চরায় নমঃ' মন্ত্রগুলি ১০৮ বার জপ করলে জীবনে ইতিবাচক প্রভাব পাওয়া যাবে। এছাড়াও এর ফলে শনিদেবের কৃপায় প্রতিটি কাজ সহজে হয়ে যাবে। শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম উপায় হল বজরংবলীর আশ্রয় নেওয়া। শনিদেবের সব প্রভাব দূর করতে বজরংবলীর উপাসনা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। শনিবার করে হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করে তারপর সমাজের দুঃস্থ মানুষকে সাধ্য মত সামান্য কিছু দান করলেই হবে সব সমস্যার সমাধান।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শস্ত্রের উপর নির্ভরশীল)

মঙ্গলের স্থান পরিবর্তনে হতে পারে অমঙ্গল! জেনে নিন কী বলছে জ্যোতিষ শাস্ত্র মঙ্গলের স্থান পরিবর্তনে হতে পারে অমঙ্গল! জেনে নিন কী বলছে জ্যোতিষ শাস্ত্র

English summary
way to cure bad effects of saturn as per astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X