For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বক্রী অবস্থায় শনির গোচর এই রাশিদের জীবনে শুরু হবে সাড়ে সাতি ও ধাইয়া

বক্রী অবস্থায় শনির গোচর এই রাশিদের জীবনে শুরু হবে সাড়ে সাতি ও ধাইয়া

Google Oneindia Bengali News

শনি এই সময় কুম্ভ রাশিতে রয়েছেন এবং বক্রী স্থিতিতে আছে। বক্রী চালে চলে শনি গ্রহ মকর রাশিতে গিয়ে প্রবেশ করবে। আগামীকাল অর্থাৎ ১২ জুলাই ২০২২ বক্রী শনির মকর রাশিতে গোচর সমস্ত ১২ রাশির জাতকদের ওপর পড়বে। তার মধ্যে কিছু রাশির এই সময়টা বিশেষ কষ্টদায়ক হতে চলেছে। মকর রাশিতে শনির গোচর এই রাশিদের সাড়ে সাতি ও শনির ধাইয়া শুরু হবে। এই পরিস্থিতি ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত থাকবে কারণ শনি ততদিন মকর রাশিতেই থাকবে। ‌

এই ৫ রাশির ওপর শুরু হবে শনির মহাদশা

এই ৫ রাশির ওপর শুরু হবে শনির মহাদশা

শনি মকর রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে ৫ রাশির ওপর সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়ে যাবে। অন্যদিকে কিছু রাশি আবার এই শনির মহাদশা থেকে মুক্তি পেয়ে যাবে। মকরে শনির গোচর ধনু রাশিতে সাড়ে সাতি শুরু করবে। এর সঙ্গে কুম্ভ ও মকর রাশির জাতকদের সাড়ে সাতির যন্ত্রণা সহ্য করতে হবে। এছাড়া মিথুন ও তুলা রাশির জাতকদের ওপর শুরু হবে শনির ধাইয়া। অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা শনির ধাইয়া থেকে এই সময় মুক্তি পাবে।

সাড়ে সাতি–ধাইয়া খুব কষ্টদায়ক

সাড়ে সাতি–ধাইয়া খুব কষ্টদায়ক

শনির সাড়ে সাতি ও ধাইয়া জাতকদের খুব কষ্ট দেয়। শনির ক্রুর দৃষ্টি ব্যক্তির আর্থিক, শারীরিক ও মানসিক এই তিন প্রকারের কষ্ট তাঁকে সহ্য করতে হয়। তাঁর সফলতার রাস্তা বন্ধ হয়ে যায়। ভাগ্যের সাথ পাওয়া যায় না এই সময়। অর্থের লোকসান হয়, স্বাস্থ্য ও সম্পর্কের ওপর খারাপ প্রভাব পড়ে। অশান্তি-সমস্যা ঘিরে ধরে এদের।

সাড়ে সাতি ও ধাইয়া থেকে স্বস্তি পাওয়ার উপায়

সাড়ে সাতি ও ধাইয়া থেকে স্বস্তি পাওয়ার উপায়

শনির খারাপ নজর থেকে মুক্তি পাওয়ার সবথেকে ভালো উপায় হল ভালো কাজ করুন। কাউকে মিথ্যা কথা বলবেন না, প্রতিবন্ধী-বৃদ্ধ-শ্রমিকদের বিরক্ত করবেন না, আর তাঁদের অপমানও করবেন না। শনিবার করে অশ্বত্থ গাছের নীচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনির সঙ্গে সম্পর্কিত জিনিস যেমন তেল, কালো তিল, বিউলির ডাল, কালো কাপড় দান করুন।

শনিদেবের পুজো

শনিদেবের পুজো

শনিদেবকে তুষ্ট করতে হলে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন শনি মন্দিরে গিয়ে। ওম শন শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি ১০৮ বার জপ করলে ভালো ফল লাভ করা যায়। শনিদেবের পুজোয় লোহার পাত্র ব্যবহার করা উচিত, কালো কাপড় ও নীল ফুল দিয়ে পুজো করলে শনিদেব প্রসন্ন হন। এছাড়া প্রতি শনিবার করে যদি হনুমানজির পুজো ও চল্লিশা পড়তে পারেন তবে শনিদেবকে তুষ্ট করতে বেশি সময় লাগবে না।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

দু’‌দিন পরই তৈরি হতে চলেছে বিশেষ এক যোগ, আচমকা ধনপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা এই রাশিদেরদু’‌দিন পরই তৈরি হতে চলেছে বিশেষ এক যোগ, আচমকা ধনপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা এই রাশিদের

English summary
As a result of the vakri shani transit, the life of these zodiac signs will start with sade sati and Dhaiya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X