For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Surya Grahan 2022 Live Updates in Bengali: ভারতে নানা প্রান্তে সূর্যগ্রহণ চাক্ষুস করল দেশবাসী

Google Oneindia Bengali News

বছরের শেষ সূর্যগ্রহণ হচ্ছে মঙ্গলবার ২৫ অক্টোবর। কালীপুজোর মধ্যেই সূর্যগ্রহণ পড়ায় এর বিশেষ গুরুত্ব রয়েছে কিনা তা বিশেষজ্ঞরাই বলতে পারবেন। তবে প্রতিটি সূর্যগ্রহণের মতোই এই গ্রহণেরও কিছু প্রভাব নিশ্চিতভাবেই রয়েছে। এবারের সূর্যগ্রহণ ভারতের বেশ কিছু জায়গা থেকে দেখা যাবে। তার মধ্যে কলকাতাও রয়েছে। পুজোর মরশুমে এই গ্রহণ নিয়ে স্বাভাবিকভাবেই জনমানসে আগ্রহ তুঙ্গে। একনজরে জেনে নিন, গ্রহণ সম্পর্কে সমস্ত আপডেট।

সূর্যগ্রহণের সমস্ত আপডেট একনজরে

Newest First Oldest First
7:54 PM, 25 Oct

চেন্নাইয়ে সূর্যগ্রহণের এক ঝলক।
7:44 PM, 25 Oct

ইতিমধ্যে শেষ হয়েছে এবছরের সূর্যগ্রহণ।
5:03 PM, 25 Oct

তবে ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে এবার সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে। আংশিক এই গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে তা শেষপর্যন্ত দেখা যাবে।
5:02 PM, 25 Oct

কলকাতায় সূর্যাস্ত হয়ে গেল। অর্থাৎ গ্রহণ আর দেখা যাবে না কলকাতা থেকে।
4:55 PM, 25 Oct

কুরুক্ষেত্রে শুরু গ্রহণ। সেইসময়ই পূণ্যস্নান পূণ্যার্থীদের।
4:54 PM, 25 Oct

কলকাতাতেও শুরু গ্রহণ। দৃশ্যমান হবে মাত্র ১২ মিনিট।
4:48 PM, 25 Oct

লেহ থেকে সূর্যগ্রহণের ঝলক।
4:45 PM, 25 Oct

দিল্লি থেকে সূর্যগ্রহণের দৃশ্য
4:32 PM, 25 Oct

ভারতে শুরু হল সূর্যগ্রহণ।
3:53 PM, 25 Oct

দেশের চারটে মেট্রো শহর থেকেই গ্রহণ লক্ষ্য করা যাবে।
3:42 PM, 25 Oct

দক্ষিণে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা থেকে শুরু করে উত্তরে কেদারনাথ, বদ্রীনাথের মন্দির এদিন বন্ধ রাখা হয়েছে।
3:35 PM, 25 Oct

ভারতীয় সময় ২টো ২৯ মিনিটে আইসল্যান্ডে শুরু হয়েছে সূর্যগ্রহণ। ভারতে গ্রহণ শুরু ৪টে ২৯ মিনিটে।
2:31 PM, 25 Oct

সূর্যগ্রহণের সময় আজ শরীরে হঠাৎ ব্যথা করতে পারে। ভীষণ রকমের মুড সুইং হতে পারে বলে জানিয়েছেন জ্যোতিষীরা।
2:14 PM, 25 Oct

সূর্যগ্রহণের নেতিবাচকতা থেকে বাঁচতে গর্ভবতী মহিলা সহ সকলে সূর্যমন্ত্র জপ করতে পারেন অথবা ইষ্টদেবতার নাম নিতে পারেন। এতে মানসিক শান্তি আসবে।
2:00 PM, 25 Oct

আজকে বছরের শেষ সূর্যগ্রহণ। গ্রহণের সময় দান করার কাজকে খুব পুণ্য বলে মনে করা হয়। সূর্যগ্রহণ শেষ হওয়ার পর সবাই বাড়িঘর পরিষ্কার করেন এবং গঙ্গাজল ছিটিয়ে তা শুদ্ধ করেন। গ্রহণের পর অবশ্যই স্নান করা জরুরি জ্যোতিষ অনুযায়ী।
1:46 PM, 25 Oct

ওড়িশার ভুবনেশ্বরে এই আংশিক সূর্যগ্রহণ ২০ মিনিটের জন্য দেখা যাবে। বিকেল ৪টে ৫৬ মিনিটে শুরু হয়ে এই গ্রহণ শেষ হবে ৫টা ১৬ মিনিটে।
1:24 PM, 25 Oct

জ্য়োতিষ মতে সূর্যগ্রহণের সময় বাসি খাবার খাওয়া উচিত নয়। কারণ এ ধরনের খাবারে জীবাণু বেশি করে ছড়িয়ে পড়ে।
1:07 PM, 25 Oct

সূর্যগ্রহণের প্রভাব কম–বেশি সব রাশিদের ওপরই দেখা যাবে। এই সময় অযথা টেনশন, উদ্বেগ, মেজাজ হারানোর মতো জিনিস হতে পারে। অর্থহানি হতে পারে, ব্যবসায় লোকসানও হতে পারে, সম্পর্কে তিক্ততাও বাড়তে পারে।
12:44 PM, 25 Oct

জ্যোতিষ মতে আজকে কেউ সূর্যপ্রণাম করবেন না। তবে আদিত্য হৃদয স্ত্রোত্র মন্ত্র জপ করতে পারেন।
12:39 PM, 25 Oct

জ্যোতিষ মতে, বৃদ্ধ–বৃদ্ধা, অসুস্থ ব্যক্তি ও শিশুরা ছাড়া সূর্যগ্রহণের সময় কেউ ঘুমোবেন না
12:27 PM, 25 Oct

প্রচলিত রীতি অনুযায়ী সূর্যগ্রহণের সময় রান্না না করার চল রয়েছে। জ্যোতিষ মতে, এই সময় কোনও খাবার রান্না না করাই শ্রেয়। যদিও নাসার মতে এর পিছনে বৈজ্ঞানিক কারণ হিসাবে বলা হয় যে এই সময় জীবাণু আনাগোনা বেড়ে যায় তাই রান্না করা খাবার ঢেকে রাখা উচিত।
12:06 PM, 25 Oct

কুরুক্ষেত্রে চলা সূর্যগ্রহণ মেলায় মনে করা হচ্ছে পাঁচ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান করবেন। ইতিমধ্যেই ভক্তরা ব্রহ্ম সরোবর, সন্নিহিত সরোবর, জ্যোতিসার তীর্থ, পেহোয়া তীর্থে পৌঁছে গিয়েছেন।
12:01 PM, 25 Oct

ডলাস বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের পিএইচডি অধ্যাপক রিচার্ড ওলেনিকের মতে, এই সময় স্থানীয় পশু–পাখি ঘুমের জন্য প্রস্তুতি নেয় অথবা বিভ্রান্তিকর আচরণ করে এই সময়। স্থানীয় তাপমাত্রাও ২০ ডিগ্রি বা তার বেশিও কমে যেতে পারে সূর্যগ্রহণের সময়।
11:46 AM, 25 Oct

সূর্যগ্রহণ শেষে এর নেতিবাচকতা দেহ থেকে সরাতে অবশ্যই স্নান করে নেবেন।
11:44 AM, 25 Oct

দিওয়ালির পরের দিন গোবর্ধন পুজো করার রীতি রয়েছে কিন্তু এ বছর সূর্যগ্রহণ হওয়ার কারণে এই গোবর্ধন পুজো ২৬ অক্টোবর পালন করা হবে।
11:41 AM, 25 Oct

দিওয়ালির পরের দিন সূর্যগ্রহণ হচ্ছে, এই সংযোগ ২৬ বছর পর হল। এর আগে ১৯৯৫ সালে ২৬ অক্টোবর এই ধরনের ঘটনা ঘটেছিল।
11:31 AM, 25 Oct

রাঁচিতে বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হবে সন্ধ্যা ৪টে ৪৮ মিনিটে এবং তা শেষ হবে ৫টা ১৫ মিনিটে।
11:24 AM, 25 Oct

চেন্নাইতে এই সূর্যগ্রহণ শুরু হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং তা শেষ হবে ৫টা ৪৫ মিনিটে
11:21 AM, 25 Oct

কলকাতায় খুবই কম সময়ের জন্য এই সূর্যগ্রহণ দেখা যাবে। এই শহরে সূর্যগ্রহণের সময় বিকেল ৪টে ৪৯ মিনিটে এবং তা শেষ হয়ে যাবে ৪টে ৫৪ মিনিটে।
11:15 AM, 25 Oct

মুম্বইতে এই সূর্যগ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৪৯ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে।
READ MORE

English summary
Solar Eclipse (Surya Grahan) 2022 Live Updates, latest news and highlights in Bengali, Witness partial eclipse From Various Indian Cities, know the effects in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X