For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি জ্যোৎস্নার আভায় ভরে যাবে আকাশ, আগামীকালের ‘‌সুপারমুন’‌ নিয়ে জানুন সব তথ্য

Google Oneindia Bengali News

চলতি বছরের সবচেয়ে বড় জ্যোতির্বিদ্যার ঘটনাগুলির মধ্যে একটি '‌সুপারমুন'‌ জুলাইতে দেখা যাবে। ১৩ জুলাই অর্থাৎ বুধবারে এই '‌সুপারমুন'‌ দেখতে পাবেন। সুপারমুন তখনই দেখা যায় যখন চাঁদ নিজের কক্ষে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে। ১৩ জুলাই আকাশে সুপারমুনের দারুণ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যেতে পারে। সুপারমুনের রাতে চাঁদ সাধারণের তুলনায় বড়, উজ্জ্বল ও গোলাপি আভা ছড়াতে দেখা যাবে।

কখন দেখা যাবে এই সুপারমুন

কখন দেখা যাবে এই সুপারমুন

এ বছর সুপারমুন ১৩ জুলাই রাত ১২টা বেজে ৭ মিনিটে দেখা যাবে। এরপর এই ধরনের চাঁদ ফের ২০২৩ সালের ৩ জুলাইয়ে দেখতে পাওয়া যাবে।

এ বছরের সবচেয়ে বড় চাঁদ

এ বছরের সবচেয়ে বড় চাঁদ

১৩ জুলাই সুপারমুনের দিন বছরের সবচেয়ে বড় চাঁদকে দেখা যাবে। এই ডিয়ার মুন অর্থাৎ হরিণ চাঁদ, থান্ডার মুন, হে মুন ও উইর্ট মুন হিসাবেও এটি পরিচিত। আমেরিকায় এই চাঁদকে সলমন মুন, রাস্পবেরি মুন ও ক্যালমিং মুনও বলা হয়।

সুপারমুন শব্দের শুরু কী করে হল

সুপারমুন শব্দের শুরু কী করে হল

সুপারমুন শব্দটি ১৯৭৯ সাল থেকে বলা শুরু হয়। এটি জ্যোতিষী রিচার্ড নোয়েল আবিষ্কার করেছিলেন। যখন চাঁদ পৃথিবীর কক্ষের ৯০%-এর মধ্যে থাকে, তখন এই জ্যোতির্বিদ্যাগত ঘটনাটিকে সুপারমুন বলা হয়।

সুপারমুন আসলে কী

সুপারমুন আসলে কী

সুপারমুন একটি সাধারণ জ্যোতির্বিদ্যা ঘটনা যেটা বছরে তিনবার হয়। এরকম নয় যে এইদিনে চাঁদের মধ্যে বিশেষ ক্ষমতা চলে আসে। এইদিন চাঁদকে প্রতিদিনের তুলনায় বড় দেখায় কারণ এটা পৃথিবীর খুব কাছে থাকে। এই জ্যোতির্বিজ্ঞানের ঘটনাটি পেরিজি নামেও পরিচিত।

উচ্চ জোয়ারের সম্ভাবনা বাড়ে

উচ্চ জোয়ারের সম্ভাবনা বাড়ে

সুপারমুন উচ্চ জোয়ারের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এইদিন মহাসাগরীয় জোয়ারের একটি বড় শৃঙ্খলা দেখা যেতে পারে। সুপারমুনের কারণে সাগরে ঝড় ও উপকূলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পৃথিবীর বাইরেই এমন গ্রহ রয়েছে যার আকাশে বালির মেঘ! নাসার গবেষণায় নয়া তথ্যপৃথিবীর বাইরেই এমন গ্রহ রয়েছে যার আকাশে বালির মেঘ! নাসার গবেষণায় নয়া তথ্য

English summary
Find out all the information about Supermoon tomorrow at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X