For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু হচ্ছে চতুর্মাস, এই সময় বেশ কিছু কাজ থেকে দূরে থাকা উচিত জানুন সেগুলি

শুরু হচ্ছে চতুর্মাস, এই সময় বেশ কিছু কাজ থেকে দূরে থাকা উচিত জানুন সেগুলি

Google Oneindia Bengali News

বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের একাদশীকে দেবশয়নী একাদশী বলা হয়। এর সঙ্গে আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি থেকে চতুর্মাস শুরু হয়ে যাবে, এই বার এই তিথি ১০ জুলাই রবিবারে পড়েছে। বিষ্ণু পুরাণ অনুসারে, চতুর্মাস থেকে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রায় চলে যাবেন এবং সেখানে চারমাস বিশ্রাম করবেন। এই সময় গোটা পৃথিবীর দায়িত্ব শিবের ওপর থাকে। এই সময় মুণ্ডন সংস্কার, বিয়ে, তিলক, পৈতের মতো শুভ ও মাঙ্গলিক কাজ হয় না।

চতুর্মাসের নিয়ম

চতুর্মাসের নিয়ম

অন্যদিকে, পঞ্চাঙ্গ অনুসারে ৪ মাসের মধ্যে শ্রাবণ, ভাদ্রপদ, আশ্বিন ও কার্তিক মাস আসে। আসুন জেনে নেওয়া যাক চতুর্মাসে এমন কোন কাজ রয়েছে, যেটা করলে শুভ ফল পাওয়া যাবে। এর সঙ্গে এটাও জেনে নিন যে চতুর্মাসে কোন কাজকে বর্জিত বলে মনে করা হয়।

চতুর্মাস কী?

চতুর্মাস কী?

জ্যোতিষাচার্য পণ্ডিত কল্কি রাম বলেন, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও কার্তিক- এই চার মাস ভগবান বিষ্ণু ক্ষীরোদসাগরে অন্তন শয্যায় নিদ্রামগ্ন হয়ে পড়েন। আর তাঁর যাবতীয় কাজ ততদিন সামলান দেবাদিদেব মহাদেব। চতুর্মাস অর্থাৎ এই চার মাস বিষ্ণু নিষ্ক্রিয় থাকেন। চতুর্মাস শুরু হয় যে একাদশী থেকে তাকে দেবশয়নী একাদশী বলা হয়।

কোন কাজগুলি করা যাবে

কোন কাজগুলি করা যাবে

  • বৈদিক শাস্ত্র অনুসারে, চতুর্মাসে ব্রত, সাধনা, জপ-তপ, ধ্যান, পবিত্র নদীতে স্থান, দান, পাতায় খাবার খাওয়া শুভ ফল দেবে। এই মাসে ধার্মিক কাজ করলে তার লাভ দ্বিগুণ পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা পাওয়া যায়।‌
  • চতুর্মাসের সময় অশ্বত্থু গাছ লাগানো উচিত এবং তার পুজো করা উচিত।
  • চতুর্মাসের সময় ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী, ভগবান শিব ও মাতা পার্বতী, পিতৃদেব, ভগবান গণেশের পুজো-অর্চনা সকাল-সন্ধ্যায় অবশ্য করা উচিত।
  • এর সঙ্গে সাধু-সন্ন্যাসীদের সঙ্গে সৎসঙ্গ করাও মঙ্গলদায়ক বলে মনে করা হয়।
  • চতুর্মাসে সময়-সময় ব্রাহ্মণদের সসম্মানে ভোজন করানো শুভ বলে মনে করা হয়।
এই কাজগুলি করবেন না

এই কাজগুলি করবেন না

  • চতুর্মাসে আসন্ন শ্রাবণ মাসে পালং শাক বা যে কোনও ধরনের শাক পরিহার করা হয়। এইপর ভাদ্রমাসে দই, আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে রসুন-পেঁয়াজ ত্যাগ করতে হয়।
  • চতুর্মাসে যে কোনও মাঙ্গলিক কাজ করাকে বর্জিত বলে মনে করা হয়। এছাড়া এই চারমাসে চুল-দাঁড়ি কাটা থেকেও বিরত থাকতে হবে।
  • বিষ্ণু পুরাণ অনুসারে, চতুর্মাসের সময় তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে তুলসী ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত। তুলসীকে অপমান করলে প্রভু স্বয়ং ক্রুদ্ধ হন।
  • এই মাসে শরীরে তেল লাগাবেন না। বিশ্বাস করা হয় যে এরকম করলে অর্থহানি হয়।

বাড়ির পুজোর ঘরে ভুল করেও রাখবেন না এই জিনিস, আটকে যাবে উন্নতি–রুষ্ট হবেন ভগবানবাড়ির পুজোর ঘরে ভুল করেও রাখবেন না এই জিনিস, আটকে যাবে উন্নতি–রুষ্ট হবেন ভগবান

English summary
start Chaturmas 2022, this time some auspicious work prohibited
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X