For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চৈত্র মাসে শনি-মঙ্গল যোগ উল্টে দিতে চলেছে সব রাশির ভাগ্যের গতি

চৈত্র মাসে শনি-মঙ্গল যোগ উল্টে দিতে চলেছে সব রাশির ভাগ্যের গতি

Google Oneindia Bengali News

হিন্দু ধর্মে চৈত্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস থেকেই হিন্দু ক্যালেন্ডারের নতুন বছর শুরু হয়। সেই সঙ্গে নতুন সম্বৎসরেরও সূচনা হচ্ছে এই মাস থেকেই। এছাড়া এই মাসে চৈত্র নবরাত্রিও পড়ে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, চৈত্র নবরাত্রির সময় এই বছর দুটি গুরুত্বপূর্ণ গ্রহের সংমিশ্রণ হতে চলেছে। এমন পরিস্থিতিতে চৈত্র নবরাত্রিতে গ্রহের মিলনে কী প্রভাব পড়বে দেখে নেওয়া যাক।

শনি-মঙ্গল মহা যোগ

শনি-মঙ্গল মহা যোগ

জ্যোতিষশাস্ত্র মতে পঞ্জিকা অনুযায়ী, এই বছর চৈত্র নবরাত্রির সময় শনি ও মঙ্গল গ্রহের সংমিশ্রণ কিছু রাশির জন্য সমস্যা তৈরি করতে পারে। আসলে, এবার চৈত্র নবরাত্রির সময়, এই দুই গ্রহের রাশি পরিবর্তনের সঙ্গে এমন কিছু যোগ তৈরি হচ্ছে যা সারা বছর কিছু রাশির জন্য নানা রকমের ঝামেলা বয়ে আনবে। গ্রহের ট্রানজিট প্রতিটি রাশিচক্রকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে। চৈত্র নবরাত্রিতে শনি ও মঙ্গলের এই মহা যোগ বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে।

শনি-মঙ্গল যোগের গুরুত্ব

শনি-মঙ্গল যোগের গুরুত্ব

জ্যোতিষ শাস্ত্র মতে শনি এবং মঙ্গলের যোগ খুবই গুরুত্বপূর্ণ। পুরাণ এবং উপনিষদ অনুযায়ী ন্যায়ের দেবতা শনি এবং গ্রহ সেনাপতি মঙ্গল দুজনেই হলেন ক্রুদ্ধ গ্রহ। আর তাই এই দুই গ্রহের মিলনে সকল জাতক জাতিকাদের মধ্যে বৃদ্ধি পাবে ক্রোধ। আর অনেক সময় রাগের মাথায় করা কাজ বিফলতা তো দান করেই, পাশাপাশি সেই সব কাজের জন্য অনেক দিন পর্যন্ত উল্টো ফল ভোগ করতে হয়। তাই এই যোগের সময় ধ্যান এবং পুজোপাঠের বিধান দেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।

 কোন রাশিতে শুভ ফল?

কোন রাশিতে শুভ ফল?

জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই চৈত্র মাসে শনি ও মঙ্গল মকর রাশিতে যাত্রা করবে। আসলে, শনি এবং মঙ্গল উভয়ই শত্রু গ্রহ। এমন পরিস্থিতিতে এই যোগ জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সময়ে, মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা শনি ও মঙ্গলের সংমিশ্রণ থেকে বিশেষ সুবিধা পাবেন। এইসব রাশির জাতক জাতিকাদের আর্থিক পক্ষ মজবুত হতে চলেছে।

কোন রাশিতে অশুভ প্রভাব?

কোন রাশিতে অশুভ প্রভাব?

কন্যা, কর্কট এবং ধনু রাশির জাতক জাতিকাদের শনি-মঙ্গল গ্রহের এই যোগের সময় খুব সাবধানে থাকতে হবে। শারীরীক অবস্থার অবনতি হতে পারে। কোনও কারণে পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে। এ ছাড়া মীন রাশিতে সূর্য, মেষ রাশিতে চন্দ্র বুধ, রাহু বৃষে এবং কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। গ্রহের এই ধরনের অবস্থান উপকারী প্রমাণিত হতে পারে। এমতাবস্থায় মঙ্গল-শনি যে সমস্ত রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে তার প্রভাব কিছুটা কমে যাবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

শুক্র ঘর পরিবর্তন করছে, কোন কোন রাশির শুভ সময় উপস্থিতশুক্র ঘর পরিবর্তন করছে, কোন কোন রাশির শুভ সময় উপস্থিত

English summary
saturn and mars connection will be highly effective for the zodiac signs in this april
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X