For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস্তু অনুযায়ী এভাবে নিজের বাড়ি পরিষ্কার–পরিচ্ছন্ন রাখুন, কোনওদিন অর্থাভাব হবে না

বাস্তু অনুযায়ী এভাবে নিজের বাড়ি পরিস্কার–পরিচ্ছন্ন রাখুন

Google Oneindia Bengali News

বাড়ি পরিস্কার রাখা খুবই জরুরি একটি কাজ। এটা শুধু আমাদের স্বাস্থ্যের কারণেই নয় বরং আমাদের মন, শরীর, মানসিকতার পাশাপাশি আমাদর উন্নতি ও আর্থিক পরিস্থিতিকেও প্রভাবিত করে। বাস্তু শাস্ত্রে বাড়ির পরিস্কার–পরিচ্ছন্নতাকে নিয়ে শুধু জোর দেওয়াই হয়নি বরং এর জন্য কিছু নিয়মও বলা হয়েছে। এই নিয়মগুলো মেনে চললে কখনোই টাকার অভাব হয় না। মা লক্ষ্মী সর্বদা প্রচুর অর্থের বর্ষণ করেন। দেখে নিন কোন নিয়মে বাড়ি পরিস্কার করা উচিত।

এই সময় বাড়ি পরিস্কার করবেন না

এই সময় বাড়ি পরিস্কার করবেন না

বাড়িতে কখনই ব্রহ্মমুহূর্ত আর সূর্যাস্তের সময় ঝাঁটা দেওয়া উচিত নয়। পরিস্কার-পরিচ্ছন্নতার সঠিক সময় হল ব্রহ্মমুহূর্তের পর অথবা সূর্যাস্তের আগে করা উচিত। রাতে ভুলেও ঘর ঝাঁটা দিয়ে পরিস্কার করবেন না। আর যদি প্রয়োজনে ঝাঁটা লাগাতেই হয় তাহলে জঞ্জাল পরের দিন সকালে বাইরে ফেলুন।

 শৌচালয়–টয়লেট পরিস্কার রাখুন

শৌচালয়–টয়লেট পরিস্কার রাখুন

বাড়ির শৌচালয়-টয়লেট সর্বদা পরিস্কার রাখুন। এখানে কখনও যেন ঝুল না জমে। বাথরুম-টয়লেটের কারণে কোনো বাস্তু দোষ থাকলে এক কোণায় লবণ ভর্তি বাটি রাখুন এবং প্রতি সপ্তাহে লবণ পরিবর্তন করুন।

 ঘরের কোণ সর্বদা পরিস্কার করে রাখুন

ঘরের কোণ সর্বদা পরিস্কার করে রাখুন

বাড়ির চারটি কোণ যেন সবসময় পরিস্কার থাকে। বিশেষ করে উত্তর-পূর্ব, উত্তর এবং পশ্চিম কোণ সর্বদা খালি ও পরিস্কার রাখবেন।

লবণ দিয়ে ঘর মুছুন

লবণ দিয়ে ঘর মুছুন

সপ্তাহে একবার ঘর মোছার জলে সৈন্ধব লবণ দিন। এটা দিয়ে ঘর মুছুন। এতে ঘরের নেতিবাচকতা দূর হবে। তবে এই কাজ ভুল করেও বৃহস্পতিবার করবেন না।

ছাদে আবর্জনা বা জঞ্জাল সংরক্ষণ করবেন না

ছাদে আবর্জনা বা জঞ্জাল সংরক্ষণ করবেন না

ঘরের বারান্দা, ছাদ বা ছাদে ভাঙা, অব্যবহার্য জিনিস সংগ্রহ করবেন না। এটা করলে দারিদ্র্যতা আসে।

English summary
keep your house clean according to the vastu there will never be any shortage of money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X