For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিত্যদিন কোন পাত্রে খাবার খেলে আপনার শরীর সুস্থ থাকবে, দেখুন

নিত্যদিন কোন পাত্রে খাবার খেলে আপনার শরীর সুস্থ থাকবে, দেখুন

  • |
Google Oneindia Bengali News

আজ থেকে বেশ কিছু বছর আগের মানুষে কাঁসা, পিতল, স্টিল, রুপো, সোনার বাসন বেশি ব্যবহার করতেন। তবে দিন যত এগিয়েছে নিত্যনৈমিত্তিক জিনিসের চাহিদাও তত বেড়েছে এবং নানান ধরনের তৈরি বাসনপত্র বেরিয়েছে। যেমন তামা, পিতল, অ্যালুমিনিয়াম, ননস্টিক। আজ মাটির নানান পাত্র যেগুলো দেখতে খুবই সুন্দর। তাই বর্তমান সমাজে সকলের সুন্দর রান্নাঘরে সুন্দর বাসন রাখবেন না তাই হয় নাকি, অজান্তেই আমরা এমন অনেক বাসন ব্যবহার করে থাকি যেই বাসন ব্যবহার করা উচিত নয়। যেন কোন কোন বাসন ব্যবহার করবেন আর কোনটি করবেন না।

এই ধরনের ব্যক্তিরা সব ধরনের বাসনে খেতে পারেন না

এই ধরনের ব্যক্তিরা সব ধরনের বাসনে খেতে পারেন না

যে সকল ব্যক্তির জন্ম কুণ্ডলীদের রাহুর প্রভাব রয়েছে। তারা সব ধরনের থালায় খেতে পারেন না। কারণ সব ধরনের থালায় খেলে তাদের নানারকম অসুবিধার সম্মুখীন হতে পারে। জীবনে কখনোও সাফল্য পান না তাঁরা। বিভিন্ন পাত্রে খাবার বিভিন্ন উপকারিতা জেনে নিন সেগুলি কী কী।

যে সকল ব্যক্তির জন্ম কুণ্ডলীদের রাহুর প্রভাব রয়েছে। তারা সব ধরনের থালায় খেতে পারেন না। কারণ সব ধরনের থালায় খেলে তাদের নানারকম অসুবিধার সম্মুখীন হতে পারে। জীবনে কখনোও সাফল্য পান না তাঁরা। বিভিন্ন পাত্রে খাবার বিভিন্ন উপকারিতা জেনে নিন সেগুলি কী কী।

 সোনা

সোনা

যদি কোন ব্যক্তি সোনার পাত্রে খান তাহলে তার শরীর ক্রমশ শুদ্ধ হতে থাকে। তার শরীরে কোনরকম রোগ প্রবেশ করতে পারে না।

 রুপো

রুপো

আর যদি কোন ব্যক্তি রুপোর পাত্রে খাবার খান তাহলে তার মন খুব শক্তিশালী হয় এবং তার রক্তের চাপ ক্রমশ কমতে থাকে। যদি যে শিশুরা ১২ বছর ধরে টানা রুপোর থালায় খান, তাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকে। যে শিশুদের চন্দ্র খুব দুর্বল এবং মন খুব চঞ্চল তাদের রুপোর পাত্রে খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

 তামা

তামা

তামার পাত্রে জল খেলে নানা রকম রোগ সেরে যায়। যে সকল ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা তার থেকে মুক্ত হবেন। লিভার খুব সুস্থ হবে। লিভার খুব ভালো থাকবে। লিভারের কোন রোগ তাকে ধরতে পারবে না।

ব্রোঞ্জ

ব্রোঞ্জ

যদি কোনোও ব্রোঞ্জের পাত্রে জল খান তাহলে তার খাবারের সমস্ত পুষ্টিগুণ সে পাবেন এবং তার রক্ত ক্রমশ শুদ্ধ হতে থাকে।

পিতল

পিতল


পিতলের পাত্রে রান্না করে খাওয়া খুব ভালো। এতে আপনার কঠিন রোগ দূরে চলে যাবে। জয়েন্টে ব্যথা কমবে। শরীরে পুষ্টিও যোগাবে।

লোহা

লোহা

লোহার পাত্রে রান্না করে খাবার খেলে শরীরের শক্তি ক্রমশ বাড়ে, কারণ এতে ফলিক অ্যাসিড থাকে। যার কারণে শরীরে রক্তের পরিমাণও বাড়তে থাকে।

মাটি

মাটি

যদি কোনও ব্যক্তি মাটির পাত্রে খাবার খান, তাহলে তার রোগ খুব তাড়াতাড়ি সারবে। কোনোও রকম কঠিন রোগ তার শরীরে প্রবেশ করবে না।

তবে এমন অনেক পাত্র আছে যেগুলো দিয়ে খাবার খাওয়া খুব খারাপ, জেনে নিন কোন কোন পাত্রে খাবার খাবেন না।

 অ্যালুমিনিয়াম

অ্যালুমিনিয়াম

অ্যালুমিনিয়ামের বাসনে রান্না করা খাবার খেলে শরীরের ক্ষতি হয়। আপনার স্মৃতিশক্তি ও ক্রমশ দুর্বল হতে থাকবে। কিডনির ওপর খারাপ প্রভাব পড়বে।

ননস্টিক

ননস্টিক

ননস্টিকের জায়গায় রান্না করে খেলে ক্যানসার রোগ ক্রমশ বাড়তে পারে।

English summary
in astrology which utensils is better to eat food do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X