For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংকটকালেও অর্থভাগ্য তুঙ্গে তুলে দিতে পারে এই ছোট্ট জিনিসটি! কয়েকটি টিপস

সংকটকালেও অর্থভাগ্য তুঙ্গে তুলে দিতে পারে এই ছোট্ট জিনিসটি! কয়েকটি টিপস

  • |
Google Oneindia Bengali News

গয়না পরতে সব মেয়েই ভালোবাসেন। বিভিন্ন কারুকার্যের উজ্জ্বল গয়না সকলেরই পছন্দ। আর এই সোনার গয়নার হাত ধরেই আসে সৌভাগ্য সমৃদ্ধি। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। করোনার এই সাম্প্রতিক সংকটকালেও গয়না অনেক ক্ষেত্রেই সৌভাগ্য তুঙ্গে তুলে দিতে পারে, বাস্তুশাস্ত্রবিদরা এমনই বলছেন। এবার দেখা যাক কোন গয়নায় এই ক্ষমতা সর্বাধিক।

 পায়ে পরতে হবে..

পায়ে পরতে হবে..

শাস্ত্রজ্ঞরা বলছেন, বৈদিক মতে, পায়ে যদি মহিলারা আঙটি পরেন ,তাহলে তা তাঁদের ও গোটা পরিবারের সৌভাগ্য বাড়িয়ে দেবে। তবে সোনা নয়, কেবলমাত্র রুপোর আঙটিই পায়ে পরতে হবে। তাহলেই আসবে সৌভাগ্য।

রুপো স্বাস্থ্যের উন্নতিতে সহায্য করে

রুপো স্বাস্থ্যের উন্নতিতে সহায্য করে

রুপোর গয়না স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।শাস্ত্রজ্ঞদের বার্তা ছোট্ট একটি রুপোর আঙটি পায়ে পরলে তাতে রক্তচলাচাল ভালোভাবে হয়। মহিলাদের দেহের যাবতীয় কার্যপ্রণালীতে তার প্রভাব পড়ে।

 কেন সোনার আঙটি পায়ে পরলে সমস্যা হয়?

কেন সোনার আঙটি পায়ে পরলে সমস্যা হয়?

বলা হয়, সোনার আঙটি যদি পায়ে পরা হয় তাহলে মা লক্ষ্মীকে অপমান করা হয়। সোনার মতো বহুমূল্য ধাতুকে লক্ষ্মী হিসাবে দেখা হয়। ফলে , সোনার কোও জিনিসই পায়ে পরার থেকে বিরত থাকবার বার্তা দিচ্ছেন জ্যোতিষবিদরা।

 দক্ষিণ ভারতে কোন রীতি প্রচলিত?

দক্ষিণ ভারতে কোন রীতি প্রচলিত?

দক্ষিণ ভারতে বিবাহিত মহিলাদের পায়ে এই রুপর আঙটি পরিয়ে দেওয়া হয়। এর ফলে জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। বৈদিককাল থেকেই এই ধারণা প্রচলিত।

English summary
Goodluck astrology, wearing toe ring can bring wealth says Vedas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X