
ভুলেও ঘরে শুকনো ফুল রাখবেন না, এতে আপনার পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে
এমন অনেক পরিবার রয়েছেন যেখানে বাড়ির প্রত্যেকটি সদস্য কঠোর পরিশ্রম করার পরেও তারা জীবনের সফলতা পান না, তাদের আর্থিক খরচ ক্রমশ বাড়তে থাকে। তবে এর পেছনে যে কী কারণ তাহলে অনেকেই বুঝতে পারে না। তবে বাস্তুশাস্ত্রে এইগুলি প্রতিকার করার অনেক নিয়মের কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্রে গাছ, ফুলের উপর বিশেষ জোর দেওয়া হয়। দেখে নিন ফুল সংক্রান্ত কোন কোন টিপস মেনে চললে আপনার জীবনে সাফল্য আসবে।

শুকনো ফুল ঘরে রাখবেন না
বলা হয় যে, ঘরে কোনও ফুল যেন শুকিয়ে না যায় বা শুকনো ফুল কখনোই ঘরে যেন রাখা না হয়। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। ইতিবাচক শক্তি ঘর থেকে প্রবেশ বেরিয়ে যাবে । শুকনো বা পচা ফুল কখনোই বাড়িতে রাখবেন না। এতে আপনার বাড়িতে অশান্তির সৃষ্টি হবে। সদস্যদের সঙ্গে সদস্যদের নানান বাধার সম্মুখীন হতে হবে। জীবনে তারা কখনোই সাফল্য পাবেন না। তাই ঘরে কখনো শুকনো বা পচা ফুল রাখবেন না। এতে বাস্তব ত্রুটি তৈরি হবে। যা ঘরে ঝগড়ার পরিবেশ তৈরি করে। তাই এমন ফুল আগেই বাড়ি থেকে ফেলে দিন।

এটি করলে আর্থিক দিকে অবনতি হবে
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, দেবতাদের খুশি করবার জন্য সবসময় পুজোয় তাজা ও পরিষ্কার ফুল নিবেদন করবেন। পুজোর সময় ফুলগুলি গাছ থেকে তুলে ঠাকুরকে দেবেন। মন্দিরে ও কিন্তু কখনো শুকনো ফুল দেবেন না। এগুলোকে খুব অশুভ বলে মনে করা হয় এবং তাছাড়া এই ফুল যদি আপনি বাড়িতেও আনেন তাহলে আপনার বাস্তু ত্রুটির সৃষ্টি হবে। এই কারণে আপনার ঘরে শান্তি নষ্ট হবে। শুকনো ফুলের কারণে নেতিবাচক শক্তিতে ঘর ভরে উঠবে। আপনার ঘরের আর্থিক উন্নতি অনেকটাই কমে যাবে এবং জীবনে অনেক পিছিয়ে পড়বেন আপনি। দেবতাদের কৃপা থেকে আপনি অনেক দূরে সরে যাবেন। তাই অবিলম্বে এই ফুল ঘর থেকে আজই ফেলে দিন।

বাস্তুত্রুটি কাটাতে এই কাজটি করুন
পুজোয় আপনি যে ফুলগুলি দিচ্ছেন সেগুলি পুজোর পরে আপনি ফেলে দিন বা জলে দিয়ে দিন। নচেৎ এই ফুলগুলো শুকিয়ে যেতে পারে বা পচে যেতে পারে। এতে আপনার ঘরে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে পারে। বলা হয় অনেক মানুষ বর্তমান সময়ে ঘর সাজাবার জন্য শুকনো ফুল ব্যবহার করেন, নেতিবাচক শক্তি ভরে উঠবে এই কারণে। আপনাকে যদি ঘর সাজাতে ফুল ব্যবহার করতেই হয় তাহলে ঘরের তাজা ফুল রাখুন। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। জীবনে আপনার সাফল্য আসবে। আর্থের দিকে উন্নতি হবে। দেবতারা ইতিবাচক শক্তি নিয়ে আপনার ঘরে প্রবেশ করবেন। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকেও অনেক উন্নতি করতে পারবেন। বাস্তুতুটি কাটাতে শুকনো ফুল ঘর থেকে দূর করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
শনি মার্গী হওয়ার কারণে কর্মক্ষেত্রে উন্নতি হবে কোন কোন রাশির দেখুন