For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Durga Puja 2021: দোলায় আগমন-নৌকায় গমন, ধরাধামে কোন দুঃসময়ের ইঙ্গিত নিয়ে আসছেন উমা

Durga Puja 2021: দোলায় আগমন-নৌকায় গমন,ধরাধামে কোন দুঃসময়ের ইঙ্গিত নিয়ে আসছেন উমা

Google Oneindia Bengali News

হাতে আর এক মাস সময় তারপরেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো শুরু হয়ে যাবে। একই সঙ্গে গোটা দেশে শুরু হয়ে যাবে নবরাত্রি। তবে বাঙালির দুর্গাপুজোরই বেশি ধুম। করোনার কোপে গতবছর এক প্রকার নম নম করেই সারা হয়েছিল দুর্গাপুজো। এবার তাই নতুন করে আশার আলো দেখছেন সকলে। কারণ করোনা সংক্রমণ এখন অনেকটাই কম। কিন্তু পঞ্জিকায় দেবীর আগমন এবং গমনের বাহন দেখে খুব একটা খুশি হতে পারছেন না কেই। কারণ দেবী দুর্গা এবার যে বাহনে মর্তে আসছেন তাতে বেশ শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দেবীর আগমন ও গমনের বাহন বৃত্তান্ত

দেবীর আগমন ও গমনের বাহন বৃত্তান্ত

ঠাকুমা-দিদিমার কাছ থেকে সকলেই উমার আগমন এবং গমনের কাহিনী শুনেছেন। পঞ্জিকাতেও সেই কাহিনী লেখা থাকে। তাকে দেবী দুর্গার বাহনের একাধিক বিষয়ের উল্লেখ আছে। কোন বাহনে এলে কী হয় এবং কোন বাহনে গেলে কী হয় তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। দেবীর যদি গজে আগমন হয়, তবে তা শান্তি-সমৃদ্ধি, শস্যপূর্ণ বসুন্ধরা। দেবী দোলায় এলে হয় মহামারী। আর তিনি যদি নৌকায় আসেন, তাহলে মর্তে বন্যার ভ্রুকুিট। তবে বৃষ্টি ভাল হলে ফসল ফলার সম্ভাবনাও জোরদার হয়। যদি ঘোটকে এলে সমূহ বিপদ। সামাজিক ও রাজনৈতিক ভাবে অস্থিরতা তৈরি হয় দেশে।

দোলায় আগমন

দোলায় আগমন

পঞ্জিকা বলছে এবার দোলায় আসছেন দুর্গা। মর্তে তার সু প্রভাব পড়বে না। মড়কের আশঙ্কা বলা হয়েছে পঞ্জিকায়। এই কাহিনী কতটা সত্যি কেউ জানেন না। কিন্তু গত এক বছর ধরে গোটা দেশ করোনা নামক মহামারীর সঙ্গে যুদ্ধ করছে।গোটা বিশ্বেই একই পরিস্থিতি। ভয়াবহ করোনা সংক্রমণ অক্টোবরে থার্ড ওয়েভ নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এবারও করোনা আবহে কীভাবে কাটবে পুজো তা নিয়ে শঙ্কা রয়েছে। হাইকোর্টের নির্দেশে গতবার পুজো ভাল করে দেখতেই পারেননি কেউ। সেই নির্দেশই এবার বহাল থাকবে কিনা তা নিেয় সংশয় রয়েছে। অন্যদিকে আবার এবার দেবীর গমন নৌকায়। পঞ্জিকা মতে প্রবল বর্ষণ এবং বন্যার সম্ভাবনা রয়েছে। পুজোর আগেই এক প্রস্থ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে। একাধিক জেলায় বন্যা দেখা দিয়েছে।

পুজোয় করোনা কাঁটা

পুজোয় করোনা কাঁটা

গত বছর পুজোর সব আয়োজন করেও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে সব বন্ধ রাখা হয়েছে। প্যান্ডেলে ঢোকার অনুমতি ছিল না বাইরে থেকেই দর্শন করতে হয়েছে প্রতিমা। এমনকী পুজো দেওয়া অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। গোটা একটা বছর কোনও উৎসব তেমন খোলা মনে উদযাপন করতে পারেনি রাজ্যবাসী। এবারও করোনার থার্ড ওয়েভের ভ্রুকূটি দেখা দিচ্ছে। কাজেই এবারও পুজো কতটা আনন্দে কাটবে তা নিয়ে সংশয় রয়েছে।

কবে থেকে পুজো

কবে থেকে পুজো

এবছর অক্টোবর মাসে শুরু হচ্ছে পুজো। ১১ অক্টোবর মহাষষ্ঠী। যদিও মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর আমেজ। মহালয়ার দিনেই এখন পুজোর উদ্বোধন শুরু হয়ে যায়। আর পঞ্চমী থেকেই খুলে দেওয়া হয় মণ্ডপ। দর্শনার্থীরা িভড় করতে শুরু করেন মণ্ডপে মণ্ডপে। কিন্তু গত বছর থেকে প্রায় সব বন্ধ হয়ে গিয়েছে। নেই প্যান্ডেল হপিং, ম্যাডক্স স্কোয়ারে আড্ডা। এমনকী নতুন জামা কাপড় পরা, খাবার খাওয়ার আনন্দও মাটি করে দিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ।

English summary
Durga Puja 2021: Famous Kolkata Durga Puja Pandals & their Puja Timings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X