For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই লক্ষণগুলি কী আপনার মধ্যে আছে, তাহলে আপনি প্রতিভাবান

এই লক্ষণগুলি কী আপনার মধ্যে আছে, তাহলে আপনি প্রতিভাবান

  • |
Google Oneindia Bengali News

দূর থেকে বা সামনে থেকে দেখে কোনও মানুষকে কি আপনি চিনতে পারেন? তবে, অনেক সময় তাঁর হাতের লেখা, স্বভাব, ব্যবহার দেখে সেই ব্যক্তিকে দেখা চেনা সম্ভব হয়। অনেকেরই হয়তো মাঝে মধ্যে মনে হয়, তিনি নিজে কেমন সেটা জানার। কারণ অনেক লোকই আপনাকে ভালো বলে, আবার অনেক লোকই খারাপ বলে। সেইক্ষেত্রে অনেক সময় নিজেদের মনে হয়, আমরা কেমন মানুষ তা জানতে? জ্যোতিষশাস্ত্রে নয়টি গুণের কথা বলা আছে। সেই গুনগুলি যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি প্রতিভাবান ব্যক্তি বলে বিবেচিত হবেন। তাহলে দেখুন তো এই গুনগুলি আপনার মধ্যে আছে কিনা?

বাম হাতি

বাম হাতি

আপনি কি বাম হাতি, মানে বাঁ হাতে লেখেন। এথেন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, আপনার ভাগ্য কিন্তু খুব উজ্জ্বল প্রকৃতির। জীবনে যে কাজে আপনি হাত দেবেন সেই কাজেই আপনি সাফল্য পাবেন। যারা বাম হাতে লেখেন তাঁদের মানসিকতা খুব সুন্দর ও নমনীয়। সেই সঙ্গে এদের ব্যবহারও খুব কোমল প্রকৃতির হয়ে থাকে।

 কাদের স্মৃতিশক্তি খুব ভালো হয়?

কাদের স্মৃতিশক্তি খুব ভালো হয়?

ফরাসি এক গবেষণায় দেখা গেছে যেসকল ব্যক্তির বডিমাস (একজন ব্যক্তির ভর ও উচ্চতা থেকে প্রাপ্ত বিশেষ মান) যদি ২০ বা তার কম থাকে তাহলে স্মৃতিশক্তি খুব ভালো হয়। কয়েক বছর আগে ঘটা ঘটানোও তাঁদের পুরো মনে থাকে।

 জানেন কাদের আইকিউ সবথেকে ভালো হয়

জানেন কাদের আইকিউ সবথেকে ভালো হয়

২ লক্ষ ৫০ হাজার নরজিয়ান গবেষণায় দেখা গেছে, বাড়ির প্রথম সন্তান, যার বয়স এখন ১৮ থেকে ১৯ এর মধ্যে, জানেন কী তার আইকিউ তার অন্যান্য ভাইবোনের তুলনায় ২.৩ গুন বেশী।

রাত জাগেন কি আপনি?

রাত জাগেন কি আপনি?

মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা অনুসারে জানা গিয়েছে, যারা প্রায় সময়েই রাত জেগে কাজ করেন , বা রাতে জেগে থাকেন, তাঁদের আইকিউ অন্যান্যদের তুলনায় একটু বেশী থাকে।

মায়ের বুকের দুধ খেলে কী হয়

মায়ের বুকের দুধ খেলে কী হয়

ব্রাজিলের বিজ্ঞানীরা প্রায় ৬ হাজার জনের ওপর একটি গবেষণা করেছেন। সেখান থেকে তাঁরা জানিয়েছেন মায়ের বুক খাওয়া শিশুরা একটু বেশী বুদ্ধিমান হয়ে থাকে।

সমীক্ষায় কি উঠে এল

সমীক্ষায় কি উঠে এল

দ্য গিফটেড ডেভেলপমেন্ট সেন্টারের মতে, ৬০ শতাংশ বুদ্ধিমান বাচ্চা খুব লাজুক প্রকৃতির হয়। তাঁরা সহজে কারোর সঙ্গে মিশতে চায় না। একা খেলতে থাকতে বেশী পছন্দ করে।

 মনোবিদদের মত

মনোবিদদের মত

অনেক মনোবিদদের মতে, যারা নাস্তিক প্রকৃতির হয়, তাঁরা উদারপন্থী হয়। সেই সঙ্গে তাঁদের মধ্যে আভিজাতপূর্ণ ভাব বেশী মাত্রায় থাকে।

হার্ভার্ড বিজনেস সমীক্ষা

হার্ভার্ড বিজনেস সমীক্ষা

হার্ভার্ড বিজনেস সমীক্ষা অনুসারে, যে সকল ব্যক্তি কৌতূহলী প্রকৃতির হয়ে থাকে, তার কাছে সব বিষয়ের আসল ধারণা থাকে। কারণ, তার সব বিষয়ের জানার আগ্রহ সবার আগে।

হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, বিপদ এড়াতে মাথায় রাখুন জরুরী কিছু বিষয় হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, বিপদ এড়াতে মাথায় রাখুন জরুরী কিছু বিষয়

English summary
do you have these symptoms in you then you are talented
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X