For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালিতে বাড়িতে কোন কোন সন্ধ্যাবেলায় কোন পন্থা অবলম্বন করলে বাড়ে সম্পত্তি! একনজরে কিছু টিপস

দিওয়ালিতে বাড়িতে কোন কোন সন্ধ্যাবেলায় কোন পন্থা অবলম্বন করলে বাড়ে সম্পত্তি! একনজরে কিছু টিপস

  • |
Google Oneindia Bengali News

ধনতেরাসের সঙ্গেই শুরু হয়ে যায় ঘরে ধনলাভের আকাঙ্খায় বিভিন্ন ধরনের পুজোপাঠ। ধনতরাসের দিন যেমন হয় বিশেষ ধরনের পুজো, তেমনই দিওয়ালির দিনও সম্পন্ন হয় একাধিক পুজো পার্বন। এদিকে, বাংলায় দীপিবলির রাতে যখন কালীপুজোর আমেজে মেতে থাকে আপামর বাঙালি, তেমনই ভিন রাজ্যে সেই দিন লক্ষ্মীপুজো করার রীতি প্রচলিত রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, দীপাবলির রাতে কোন কোন জ্যোতিষ পন্থা অবলম্বন করলে তা অর্থভাগ্যকে তুঙ্গে রাখে।

দীপাবলীর সন্ধ্যেয়ে কী কী করণীয়?

দীপাবলীর সন্ধ্যেয়ে কী কী করণীয়?

দীপাবলীর সন্ধ্যেবেলায় ঘরে লক্ষ্মীর পুজো করার পর ঘরে শাঁখ ও ঘণ্টা বাজানো উচিত। এতে গরে নেগেটিভ এনার্জি সরে যায়। দীপবলিতে একটি প্রদীপে তেল দিয়ে তা নিয়ে সেই প্রদীপ টি জ্বালিয়ে তা বজরংবলীর মূর্তির সামনে রেখে আসলে সুফল পাওয়া যায়। এছাড়াও দীপাবলির সন্ধ্য়েয়ে কোনও শিবমন্দিরে যেন প্রদীপ দেওয়া হয়। সঙ্গে চাল দান করলে ঘরে অর্থাভাব কোনও দিন থাকেনা। মনে করা হয়, এই পন্থা অবলম্বন করলেই কেটে যেতে পারে সমস্যা। বহু দিনের আর্থিক কষ্ট কাটিয়ে ওঠার জন্যই এমন পন্থা কার্যকরী হবে।

মহালক্ষ্মীর পুজো

মহালক্ষ্মীর পুজো

দীপাবলিতে মহালক্ষ্মীর পুজো খুবই কার্যকরী। জ্যোতিষনতে বলা হচ্ছে, দেবীর বেদীতে যেখানে ফুল রাখা হয়, সেখানে একটি কড়ি রেখে তার পুজো করা কার্যকরী ফল দেবে বলে মনে করা হচ্ছে। পুজোর বেদীতে কড়ি যদি রাখা যায়, তাহলে মহালক্ষ্মী খুবই প্রসন্ন হবেন বলে মনে করা হচ্ছে। আপনার ধনসম্পত্তির যদি কোনও ক্ষতি হয়, তাহলে তা কেটে যেতে পারে এমন পন্থা অবলম্বন করলে।

দীপাবলির দিন ঝাড়ু

দীপাবলির দিন ঝাড়ু

দীপাবলির দিন বাড়িতে ঝাড়ুকে সুন্দরভাবে রাখুন। এই ঝাড়ু যাতে কেনা হয়, তার জন্য বার্তা দিচ্ছেন বাস্তুশাস্ত্র বিদরা। জ্যোতিষ মতে বলা হচ্ছে, যেহেতু ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক তাই দীপাবলির সন্ধ্যেবেলায় জাড়ু কেনা খুবই আবশ্যক। এছাড়াও কয়েকটি কড়ি ও ফুল একটি হলুদ কাপড়ে মুড়ে তা আলমারির বিতরণ রাখলে তা খুবই ভালো ফল দেয় বলে জানান, জ্যোতিষবিদ। যাবতীয় আর্থিক দুশ্চিন্তা এই পন্থা পালন করলেই তা কেটে যাবে ।

দীপাবলির দিন ঝাড়ু দান

দীপাবলির দিন ঝাড়ু দান

মনে করা হয়, দীপাবলি দিন যদি কাউকে ঝাড়ু দান করা যায়, তাহলে কা ভালো ফল দেয় বলে মনে করা হয়। যদি বাড়ির আশপাশে কোনও অশ্বত্থ গাছ থাকে, তাহলে সেখানে দীপাবলির দিন বিকেলে সন্ধ্যা প্রদীপ দিন। বলছেন জ্যোতিষবিদরা। এতে সংসারে আসে সুখ , শান্তি ও সমৃদ্ধি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Diwali 2021: Astrology remedies for diwali and dhanteras.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X