For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজোয় মনের ইচ্ছা পূরণ করতে অর্পণ করুন এই ফুলগুলি

অনেক দিন ধরে মনে কোনও সুপ্ত ইচ্ছে পোষণ করছেন? বহু চেষ্টা পরিশ্রমের পরও সেই ইচ্ছে কিছুতেই পূর্ণ হচ্ছে না কী? সমস্যা সমাধানের উপায় লুকিয়ে রয়েছে মা দুর্গার আরাধনায়।

  • |
Google Oneindia Bengali News

অনেক দিন ধরে মনে কোনও সুপ্ত ইচ্ছে পোষণ করছেন? বহু চেষ্টা পরিশ্রমের পরও সেই ইচ্ছে কিছুতেই পূর্ণ হচ্ছে না কী? সমস্যা সমাধানের উপায় লুকিয়ে রয়েছে মা দুর্গার আরাধনায়। মনে করা হয়, নবরাত্রি বা দুর্গাপুজোর সময় বিশেষ কয়েকটি ফুল ব্যবহার করলে মাতৃশক্তির আশীর্বাদ পাওয়া যায়। আর এই আশীর্বাদের মাধ্যমেই নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়।

[আরও পড়ুন:'প্রেমের অনুভূতিটাই দারুন', 'সুজয়দা' জুবিন আরও কী জানালেন বিশেষ সাক্ষাৎকারে][আরও পড়ুন:'প্রেমের অনুভূতিটাই দারুন', 'সুজয়দা' জুবিন আরও কী জানালেন বিশেষ সাক্ষাৎকারে]

শিউলি

শিউলি

শরৎ মানেই শিউলি। আর শিউলি ছাড়া মা দুর্গার আরাধনা হতে পারে কি? তাই দুর্গাপুজোর অঞ্জলিতে শিউলি ফুলের গুরুত্ব অপরিসীম।

[আরও পড়ুন:বেঙ্গালুরুর 'বর্ষা'-র দুর্গাপুজো এবার মাতবে ধুনুচি নাচ থেকে ডান্ডিয়ার তালে! থাকছে বড় 'চমক'][আরও পড়ুন:বেঙ্গালুরুর 'বর্ষা'-র দুর্গাপুজো এবার মাতবে ধুনুচি নাচ থেকে ডান্ডিয়ার তালে! থাকছে বড় 'চমক']

পদ্ম

পদ্ম

নবমীর দিন ১০৮ টি পদ্ম দিয়ে মায়ের বিশেষ পুজো করা হয়। তবে এছাড়াও উমার পুজোয় পদ্ম ব্যবহৃত হয়। কোনও মনোষ্কামনা পূরণের জন্যও প্রয়োজন পদ্ম।

জবা

জবা

মাতৃশক্তির আরাধনায় সবসময়ে প্রয়োজন জবা ফুলের। এতে মা কালী যেমন সন্তুষ্ট হন, তেমনই সন্তুষ্ট হন মা চণ্ডীও। এমনই দাবি বহু শাস্ত্রজ্ঞদের।

জুঁই

জুঁই

দুর্গাপুজোর সময় জুঁই ফুল দুর্লভ। তবে যদি তা মা দুর্গাকে অর্পণ করা যায়, তাহলে মনের ইচ্ছা পূরণ করা যায় বলে বিশ্বাস অনেকের।

গাঁদা ফুল

গাঁদা ফুল

পুজোয় অঞ্জলি হোক বা মাকে অর্পণ করার ফুলই হোক, গাঁদা ফুল ছাড়া দুর্গাপুজো ভাবাই যায় না! তাই এই ফুল বিশেষভাবে মাকে অর্পণ করলে অনেক দুঃসাধ্য কাজও সহজ হয়ে যায় বলে দাবি করেন অনেকে।

ডালিয়া

ডালিয়া

মায়ের ব্রহ্মচারিণী রূপের পুজোর জন্য ব্যবহৃত হয় ডালিয়া। এই ডালিয়া ফুল বিশেষভাবে যদি ব্যবহার করা হয় দুর্গাপুজো র মাতৃবন্দনায় ব্যবহার করা যায়, তাহলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছান যায় বলে মত অনেকের।

English summary
auspicious flowers to receive blessings during Durga puja and Navratri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X