For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু হয়ে গেল অম্বুবাচি, এই তিনদিন যে কাজগুলি ভুলেও করবেন না, নইলে হবে ঘোর অমঙ্গল

শুরু হয়ে গেল অম্বুবাচি, এই তিনদিন যে কাজগুলি ভুলেও করবেন না, নইলে হবে ঘোর অমঙ্গল

Google Oneindia Bengali News

প্রতিবছর আষাঢ় মাসের ৭ তারিখে শুরু হয় অম্বুবাচি। এবারও শুরু হয়েছে সেই দিনেই। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে অম্বুবাচি। এই তিনদিন কামাখ্যা মন্দির বন্ধ থাকে ভক্তদের জন্য। বলা হয়ে থাকে এই সময় দেবী ঋতুমতি হন। সেকারণে বাড়ির পুজোর ক্ষেত্রেও বেশ কিছু বিধিিনষেধ থাকে। তবে এই তিনদিন বেশ কয়েকটি জিনিস করা উচিত নয়। সেগুলি করলে সংসারে ঘোর অকাল্যাণ ডেকে আনা হয়।

শুরু হল অম্বুবাচি

শুরু হল অম্বুবাচি

প্রতিবছরের মতো এবছরও আষাঢ় মাসের ৭ তারিখে অম্বুবাচি শুরু হয়েছে। এই তিনদিন কামাখ্যা মন্দির বন্ধ থাকবে। কোনও রকম পুজো হবে না মন্দিরে। ভক্তরা প্রবেশ করতে পারবেন না মন্দিরে। গোটা দেশেই এই নিয়ম মানা হয়। বলা হয়ে থাকে এই সময় দেবী ঋতুমতি হন। তাই এই সময় নিভৃতে রাখা হয় তাঁকে।

কী করবেন না

কী করবেন না

অম্বুবাচির দিনগুলিতে এমন কিছু জিনিস আছে যেগুিল করতে নেই। এই সময় মাটি খোঁড়া একেবারেই উচিত নয়। কারণ একটাই এই সময় ধরিত্রি দেবী ঋতুমতি হন। সেকারণে এই সময় চাষের কাজের জন্য বীজ রোপন করা একেবারেই উচিত নয়। এই সময় চাষের কাজ না করাই ভাল।

পুজো করা যায় কী

পুজো করা যায় কী

মন্দিরে এই সময় বন্ধ থাকে। তবে বাড়ির নিত্যপুজো করা যায়। ধুপ, ধুনো িদয়ে পুজো করলেও এই সময় মূর্তি স্পর্শ করা উচিত নয়। বিশেষ ধরনের কোনও পুজো করা উচিত নয়। তবে রথ যাত্রা পড়লে সেটা করা যায়। কারণ সেটা নিত্য পুজোর মতোই করা হয়ে থাকে। তবে কোনও বিশেষ পুজো একাবেই করা উচিত নয় এই সময়।

মাঙ্গলিক কাজে না

মাঙ্গলিক কাজে না

অম্বুবাচির সময় কোনও মাঙ্গলিক কাজ করা উচিত নয়। যেমন বিবাহ অনুষ্ঠান, গৃহ প্রবেশ, অন্নপ্রাসনের মতো শুভ এবং মাঙ্গলিক কাজ করা উচিত নয়। তাহল সেটা অমঙ্গল ডেকে আনে। এমনকী এই সময় বিবাহিত মহিলাদের সিঁদুর ও আলতা পরা উচিত নয়। তাতে অমঙ্গল হয়।

English summary
Ambubachi start from today what should not do in these thee days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X